আপনজন ডেস্ক: বৃহস্পতিবার বারাণসীর জেলা আদালত বলেছে জ্ঞানবাপি চত্বরে ভিডিও সমীক্ষা চালানোর কাজ ১৭ মের মধ্যে শেষ করে তার রিপোর্ট পেশ করতে হবে। অন্যদিকে আদালত নিযুক্ত সমীক্ষক দলের প্রতিনিধি অজয় কুমার মিশ্র নিরপেক্ষ নন বলে তার বদলি চেয়ে মসজিদে কমিটি যে একটি আবেদন করেছিল, আদালত তা খারিজ করে দিয়েছে। যদিও তার সঙ্গে আরো দুজন অতিরিক্ত অ্যাডভোকেট কমিশনার নিয়োগ করেছে। এ ব্যাপারে জ্ঞানবাপি মসজিদের আইনজীবী অভয় নাথ যাদব জানিয়েছেন, আদালত ১৭ মে-র মধ্যে সমীক্ষা শেষ করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।
ভিডিওগ্রাফির জন্য মসজিদ কমপ্লেক্সের অভ্যন্তরে অবস্থিত দুটি বেসমেন্ট খোলার বিষয়েও শুনানি করা সিভিল জজ (সিনিয়র ডিভিশন) রবি কুমার দিবাকরের আদালত উভয় পক্ষের যুক্তি শোনার পর এই রায় দেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct