আপনজন ডেস্ক: ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খারকিভের কাছে পাল্টা হামলায় পিছু হটেছে রুশ বাহিনী। শহরের উত্তর ও উত্তর-পূর্বে রুশ বাহিনীর কাছ থেকে কয়েকটি গ্রাম পুনর্দখল করে নিয়েছে ইউক্রেনীয় বাহিনী। গতকাল মঙ্গলবার ইউক্রেনের কর্মকর্তারা এসব কথা জানিয়েছেন। বিশ্লেষকেরা বলছেন, ইউক্রেনীয় বাহিনীর পাল্টা হামলায় রুশ বাহিনীর পিছু হটা যুদ্ধের গতিবেগ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এতে অগ্রসর হওয়া রুশ বাহিনীর অবস্থান ধরে রাখা ঝুঁকিতে পড়েছে। খারকিভ অঞ্চলে মূল ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে আছেন তথ্য কর্মকর্তা তেতিয়ানা আপাৎচেঙ্কো। তিনি জানান, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরটির উত্তরে গত কয়েক দিনে চারটি গ্রাম পুনর্দখল করে নিয়েছে ইউক্রেনীয় সেনারা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনীয় বাহিনীর সাফল্য দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভে রুশ বাহিনীকে ক্রমে পিছু হটিয়ে দিচ্ছে। যুদ্ধ শুরুর পর থেকে শহরটিতে অবিরাম বোমাবর্ষণ করা হয়েছে। ভিডিও ভাষণে তিনি আরও বলেন, ‘তবে আমি জনগণের প্রতি আহ্বান জানাতে চাই...যাতে অতিমাত্রায় আবেগ ছড়ানো না হয়। আমাদের অতিমাত্রায় নৈতিক চাপ দেওয়ার মতো পরিবেশ সৃষ্টি করা উচিত হবে না, যেখানে প্রতি সপ্তাহে এবং প্রতিদিন বিজয় প্রত্যাশিত হয়ে দাঁড়ায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct