নবাব মল্লিক,মথুরাপুর,আপনজন: ঘূর্ণিঝড় অশনির শঙ্কা মুক্ত সুন্দরবন। তবুও প্রশাসনের কড়া নজরদারি চলছে সুন্দরবনের বিভিন্ন জায়গায়। চলছে নদীবাঁধ গুলিকে খতিয়ে দেখার কাজ। আগামী ৪৮ ঘন্টা এই নদীবাঁধগুলিকে পর্যবেক্ষণে রাখা হবে। সাথে দ্রুততার সহিত নদীবাঁধগুলিকে সারানোর কাজ শুরু হয়েছে। রায়দিঘীতে প্রায় ১৫ টি জায়গায় এরকমই বিপজ্জনক জায়গা হিসাবে চিহ্নিত করা হয়েছিল। এই সমস্ত যায়গাগুলি একাধিক বার পরিদর্শন করছেন প্রশাসনের কর্তাব্যক্তিরা। মথুরাপুর ২ নং ব্লকের বিডিও তাপস কুমার দাস এবং রায়দিঘী থানার আইসি অমিও কুমার ঘোষ পরিদর্শন করেন এই সমস্ত জায়গাগুলি। সাথে একাধিক বার রায়দিঘীর বিধায়ক ড: অলক জলদাতাও নদীবাঁধগুলি পরিদর্শন করেন। এবং স্থানীয় বাসিন্দাদের সবরকম সাহায্যের আশ্বাস ও দেন। তৃণমূল কংগ্রেসের সুন্দরবন সাংগঠনিক জেলার যুব সভাপতি বাপী হালদারও পরিদর্শন করেন দুর্বল নদীবাঁধের অংশগুলি। একাধিক বার নদীবাঁধ পরিদর্শনের পর এলাকা অনেকটাই বিপদমুক্ত বলে জানিয়েছেন প্রাশাসনিক আধিকারিকগণ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct