আপনজন ডেস্ক: যেকোন বয়সেই ডায়াবেটিস শরীরে বাঁসা বাঁধতে পারে। শিশুদের মধ্যে বেশ কিছু লক্ষণ দেখা দিলে অভিভাবকদের সতর্ক হওয়া প্রয়োজন। এতে দেখবেন বাচ্চারা অনেক কারণেই ক্লান্ত হয়ে পড়তে পারে। তাদের শরীর দুর্বল হয়ে পড়তে পারে মাঝেমাঝে। কিন্তু সব সময়ই যদি দেখেন আপনার সন্তান হাঁপিয়ে উঠছে, তা হলে চিকিৎসকের কাছে নিয়ে যান। কারণ ক্লান্তি ডায়াবেটিসের অন্যতম উপসর্গ। এরপর যদি দেখেন হঠাৎ করে শিশুর ওজনের পরিবর্তন দেখা দিয়েছে, বিশেষ করে ওজন কমে যায়, তাহলে সতর্ক হতে হবে। হঠাৎই করেই যদি শিশুর বেশি বেশি ক্ষুধা পায়, ঘন ঘন জল খায় কিংবা ঘুমের নিয়ম বদলে যায় তাহলে সকর্ত হতে হবে। এর ফলে দেখা যাবে প্রস্রাবের অনিয়ম। খুব বেশি জল পিপাসা পেলে বেশি জল খাওয়া হয়ে যায়। তাই ঘন ঘন প্রস্রাব করার প্রয়োজন পড়ে। এরকম হলে সতর্ক হতে হবে। যাদের টাইপ ১ ডায়াবেটিস থাকে, তাদের মধ্যে কিটোঅ্যাসিডিয়োসিস তৈরি হতে পারে। যাতে করে মুখ থেকে টক বা ফল-জাতীয় গন্ধ বেরোয়। শিশুদের মুখে এমন গন্ধ পেলে সাবধান হতে হবে। তবে মনে রাখবেন, টাইপ ২ ডায়াবিটিসেও কিন্তু এই পরিস্থিতি তৈরি হতে পারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct