আপনজন ডেস্ক: গ্রীষ্মের তীব্র দাবদাহের জন্য শিক্ষা দপ্তর ২ মে থেকে ১৫ জুন পর্যন্ত একটানা গরমের ছুটি ঘোষণা করেছে। ছাত্র সংগঠন এসআইও-র, পশ্চিমবঙ্গ শাখা এই সিদ্ধান্তের বিরোধিতা করে উচ্চ শিক্ষা দপ্তরের মুখ্য আধিকারিক মনীষ জৈনকে স্মারকলিপি প্রদান করল। শিক্ষা সম্পাদক আব্দুল ওয়াকিলের নেতৃত্বে এক প্রতিনিধি দল বিকাশ ভবনে গিয়ে স্মারকলিপি জমা দেয়। সংগঠনের পক্ষ থেকে এই স্মারকলিপিতে উল্লেখ্য করা হয়েছে যে, দীর্ঘ ৪৫দিন ছুটি থাকার ফলে শিক্ষাবর্ষের ২২০ দিন সংখ্যা পূর্ণ হচ্ছে না। এছাড়াও রাজ্যের সব জেলার আবহাওয়া একরকম নয়। এই মুহূর্তে কলকাতা ও পার্শ্ববর্তী জেলায় প্রায় প্রতিদিন বৃষ্টি হচ্ছে। এই জেলাগুলোতে বর্তমানে নাতিশীতোষ্ণ আবহাওয়া রয়েছে। তাপমাত্রা বৃদ্ধির জন্য এলাকাভিত্তিক ছুটি ঘোষণা করা দরকার। যেখানে গরমের তীব্রতা বেশি সেখানে সকাল বেলায় পঠনপাঠন চালাতে হবে। স্মারকলিপিতে আরও দাবি করা হয়েছে, সরকারের শিক্ষাঙ্গন বন্ধের সিদ্ধান্ত গ্রহণের আগে চিকিৎসক ও অন্যান্য বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করতে হবে। দীর্ঘদিন লকডাউনের ফলে ব্যাপক স্কুলছুট তৈরি হয়েছে। তাই স্কুলছুট নিয়ন্ত্রণে সরকারকে গঠনমূলক পদক্ষেপ নিতে হবে। এই প্রতিনিধি দলে আরও ছিলেন জনসংযোগ সম্পাদক ইমরান, রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য মাসুদুর রহমান প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct