দেবাশীষ পাল,মালদা,আপনজন: ভাঙ্গন রুখতে তৎপর সেচ দপ্তর তার মাঝে উঠে এল অভিযোগ নিম্নমানের কাজের। এলাকাবাসী দাবি স্থায়ী নদীর পাড় বাঁধানোর। মালদার হবিবপুর ব্লকের আইহো অঞ্চলের বারুইপাড়ায় টাঙ্গন নদীর ভাঙ্গন শুরু হয় ২০১৭ সাল থেকে ভাঙ্গন আজও থামেনি আতঙ্কে। বর্ষা নামতেই আতঙ্ক বাড়তে থাকে। বর্ষা নামতেই আবারও শুরু ধস এবছর আবার নতুন করে নদীর পাড় বাঁধানোর কাজ শুরু হয়। লাকায়বাসী অভিযোগ নিম্নমানের জিনিস দিয়ে নদী পাড় বাঁধানোর কাজ চলছে এবিষয়ে আইহো গ্রামপঞ্চায়েত সদস্য অমৃত হালদার বলেন নদী পাড় বাঁধানোর কাজ শুরু হয়েছে বারুই পাড়ায়। এলাকাবাসী অভিযোগ পাথর দিয়ে কাজ হওয়ার কথা থাকলেও বালির বস্তা দিয়ে কাজ করা হয়েছে বলে অভিযোগ। ফলে নদীর পাড়ে ফের ধস নামে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct