আপনজন ডেস্ক: বাড়িতে বানিয়ে ফেলুন চমৎকার খাবারের ঘি।দুই পদ্ধতিতে বাসায়ই বানিয়ে ফেলতে পারেন খাঁটি ঘি। সর তুলে রেখে ঘি বানানো যায়। তবে এটা সময়সাপেক্ষ। ঝটপট ঘি বানাতে চাইলে বাটার দিয়ে তৈরি করে ফেলুন ঘি। জেনে নিন ঘি বানানোর দুই পদ্ধতি সম্পর্কে। দুধের সর জমিয়ে ফ্রিজে রেখে দিন। বেশ খানিকটা জমে গেলে ফ্রিজ থেকে বের করে মিহি করে বেটে নিন সর। বাটা সর জল দিয়ে ধুয়ে ফেলুন। খুব সাবধানে জল আলাদা করুন সর থেকে। অতিরিক্ত জল আলাদা করার জন্য পাতলা কাপড়ে করে কয়েক ঘণ্টা ঝুলিয়ে রাখতে পারেন সর। জল ঝরানো হলে চুলায় মৃদু আঁচে বাটা সর নাড়তে থাকুন। সরের পরিমাণের উপর নির্ভর করবে ঘি তৈরি করতে কতটুকু সময় লাগবে সেটা। ধীরে ধীরে প্যানের তলায় ঘি জমতে থাকবে। এছাড়া ঘি তৈরির জন্য আনসল্টেড বাটার লাগবে। ১ কাপ আনসল্টেড বাটার টুকরো করে কেটে গরম প্যানে দিয়ে দিন। মিডিয়াম থেকে লো আঁচ থাকবে ঘি তৈরির পুরো প্রক্রিয়ায়। বাটার গলে ফেনা উঠে আসবে একটু পর। ধীরে ধীরে কমে যাবে ফেনা। কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে। বড় বাবল উঠে গেলে বুঝবেন খুব শিঘ্রই ঘি তৈরি হয়ে যাবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct