আপনজন ডেস্ক: চলতি বছরের ফেব্রুয়ারিতে সৌদি আরবের পর্যটন দূত হওয়ার প্রস্তাব পান লিওনেল মেসি। আর্জেন্টাইন ফুটবল তারকা সৌদি সফরে থাকা অবস্থায় এমন ঘোষণ দিলো দেশটির পর্যটন কর্তৃপক্ষ। ফরাসি লিগ ওয়ানে এখনো পিএসজির দুই ম্যাচ বাকি। তবে শিরোপা নিশ্চিত হওয়ায় চাপমুক্ত মেসি-এমবাপ্পেরা ঘুরে বেড়াচ্ছেন প্যারিসের বাইরে। দুদিন আগেই মাদ্রিদে ফুরফুরে মেজাজে দেখা গিয়েছে এমবাপ্পেকে। এবার মেসি ক্যামেরাবন্দি হলেন সৌদি আরবে। বিশেষ এক কারণে দেশটি ভ্রমণ করছেন আর্জেন্টাইন সুপারস্টার। সৌদি আরবের পর্যটন দূত হয়েছেন মেসি। দূত হিসেবে মেসির নাম ঘোষণা করেন দেশটির পর্যটনমন্ত্রী আহমেদ আল-খাতেব। মঙ্গলবার পিএসজি ও আর্জেন্টিনার সতীর্থ লিয়ান্দ্রো পারেদেস ও পরিবারের সদস্যদের নিয়ে জেদ্দা বিমানবন্দরে অবতরণ করেন মেসি। মেসিকে রাজকীয় সংবর্ধনা দিয়েছে সৌদি সরকারের পর্যটন মন্ত্রণালয়। গতকালই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করেন মেসি। যেখানে দেখা যায়, লোহিত সাগরের সৌন্দর্য উপভোগ করছেন পিএসজি তারকা। মেসিকে দূত ঘোষণা করে সৌদি পর্যটন মন্ত্রী আল-খাতেব লিখেছেন, ‘লিওনেল মেসি ও তার বন্ধুদের সৌদি আরবে স্বাগত জানাই। আপনাকে নিয়ে লোহিত সাগরের সৌন্দর্য উপভোগ ও আমাদের সমৃদ্ধ ইতিহাস জানাতে উদগ্রীব হয়ে আছি। আনন্দের সঙ্গে আমি মেসিকে সৌদি পর্যটনের দূত ঘোষণা করছি।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct