অমরজিৎ সিংহ রায়,বালুরঘাট,আপনজন: ‘উন্নয়নের পথে ১১ বছর’ কর্মসূচির অংশ হিসেবে সাইকেল মিছিলে কন্যাশ্রীদের সাথে অংশ নিলেন জেলা শাসক ও জেলা পুলিশ সুপার সহ জেলার সমস্ত উচ্চপদস্থ আধিকারিক রা। বুধবার সবুজ পতাকা নাড়িয়ে সাইকেল মিছিল’র শুভ সূচনা করেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক ও জেলা পুলিশ সুপার। বালুরঘাট স্টেডিয়াম থেকে এই সাইকেল মিছিল শুরু হয়। যা গোটা বালুরঘাট শহর পরিক্রমা করে বালুরঘাট হাই স্কুল ময়দানে এসে শেষ হয়। এদিন সব মিলিয়ে প্রায় ২৫০ জন এই সাইকেল মিছিলে অংশ নেন। এদিনের এই সাইকেল মিছিল উপস্থিত ছিলেন জেলাশাসক আয়েশা রানি এ, জেলা পুলিশ সুপার রাহুল দে, অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) বিবেক কুমার, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাসিম, অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) আবুল কালাম আজাদ ইসলাম, অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি সংস্কার) তুষার সিমলা, ওসি ইলেকশন পার্থ প্রতিম সরকার, জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) মৃন্ময় ঘোষ সহ আরো অনেকে।
এবিষয়ে জেলাশাসক আয়েশা রানি এ জানান, ‘উন্নয়নের পথে ১১ বছর’ কর্মসূচির অংশ হিসেবে আজ সবুজ সাথী প্রকল্পের আওতাভুক্ত ছাত্রীদের নিয়ে সাইকেল মিছিল আয়োজন করা হয়েছিল। যেখানে জেলা ও পুলিশ প্রশাসনের সমস্ত উচ্চপদস্থ আধিকারিকরা অংশ নিয়েছেন। রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্প গুলির মধ্যে একটি হলো এই কন্যাশ্রী প্রকল্প। এর ফলে এই প্রকল্পের আওতাভুক্ত ছাত্রীরা উপকৃত হচ্ছেন। পাশাপাশি জেলাশাসক আরো জানান, ‘অনেকদিন পরে সাইকেল চালা লাম। যখন স্কুলে পড়তাম তখন সাইকেল চালিয়েছি। খুব ভালো লাগলো পড়ুয়াদেরা সাথে সাইকেল মিছিলতে অংশ নিয়ে।’ এবিষয়ে জেলা পুলিশ সুপার রাহুল দে জানান, ‘উন্নয়নের পথে ১১ বছর’ কর্মসূচির অংশ হিসেবে আজ সবুজ সাথী প্রকল্পের আওতাভুক্ত ছাত্রীদের নিয়ে সাইকেল মিছিল আয়োজন করা হয়েছে। আমি রোজ সকালে প্রায় সাইকেল চালাই। সাইকেলের মিছিলতে অংশ নিয়ে খুব ভালো লাগছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় বার সরকার গঠনের বর্ষপূর্তি উপলক্ষে ৫-২০ মে রাজ্য জুড়ে ‘বাংলা উন্নয়নের পথে’কর্মসূচি পালন করছে রাজ্য সরকার। এই প্রকল্পে রাজ্যের সর্বস্তরের আধিকারিকদের অংশগ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের এই কর্মসূচিতে গত ১১ বছরে মমতার সরকারের যাবতীয় উন্নয়নের খতিয়ান তুলে ধরা হচ্ছে। এই কর্মসূচির অংশ হিসেবে বুধবার সাইকেল মিছিলতে কন্যাশ্রী দের সাথে অংশ নিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক ও জেলা পুলিশ সুপার সহ জেলার সমস্ত উচ্চপদস্থ আধিকারিকরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct