আপনজন ডেস্ক: অযোধ্যায় বাবরি মসজিদের বিকল্প জমিতে মসজিদ নির্মাণের জন্য দায়িত্বপ্রাপ্ত ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন (আইআইসিএফ) অভিযোগ করেছে, জ্ঞানবাপি মসজিদ চত্বরে মন্দিরের অস্তিত্ব আছে কিনা তা নিয়ে যে ভিডিওগ্র্যাফি করা হচ্ছে উপাসনার স্থান আইন, ১৯৯১-এর সুস্পষ্ট উল্লংঘন। কারণ, এই আইনে বলা হয়েছে ১৯৪৭ সালের ১৫ আগস্টের পর ধর্মীয় প্রতিষ্ঠানের একই চরিত্র বজায় রাখতে হবে, পরিবর্তন করা যাবে না। তাই জ্ঞানবাপি মসজিদে ভিডিওগ্র্যাফির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন। এ ব্যাপারে ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশনের সেক্রেটারি আতহার হুসেন বলেছেন, ‘অযোধ্যা রায় অক্ষরে অক্ষরে কার্যকর করার জন্য আমরা কোনও প্রচেষ্টা ছাড়ব না। আমরা উপাসনার স্থান আইন, ১৯৯১ বাস্তবায়নের জন্য শীর্ষ আদালতের দ্বারস্থ হব।’তিনি বলেছেন, অযোধ্যায় রাম জন্মভূমি ব্যতীত ভারতের যে কোনও উপাসনালয়ের টরিত্র বদল করলে সুপ্রিম কোর্টের ৯ নভেম্বর, ২০১৯ এর রায় লঙ্ঘন করারর শামিল। উল্লেখ্য, ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন বাবরি মসজিদের জমির পরিবর্তে একটি মসজিদ নির্মাণের জন্য শীর্ষ আদালত কর্তৃক বরাদ্দ কৃত ট্রাস্ট বা সংস্থা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct