আপনজন ডেস্ক: প্রতিটি মুসলিমেরই জীবনে একবার হলেও পবিত্র হজ আদায়ের স্বপ্ন থাকে। আজকালকার এই আধুনিক যুগে বিদেশী যাত্রীদের জন্য হজের সফরে যাওয়ার সবচেয়ে সহজ উপায় হল-উড়োজাহাজ। কিন্তু কিছু মানুষ থাকেন যারা হজের এ বরকতময় সফরকে স্মরণীয় করে রাখতে চান-এজন্য তারা নানারকম উপায় অবলম্বন করেন। ঠিক এমন-ই এক ব্যক্তি হলেন- নুর আহমাদ। আফগানিস্তানের এই নাগরিক সাইকেলে চড়ে নবীর দেশে রওনা হয়েছেন। মঙ্গলবার জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, নুর আহমাদের আগ্রহ দেখে আফগান সরকারের তরফ থেকে তাকে উড়োজাহাজের টিকিটের অফার করা হয়েছিল। কিন্তু নুর আহমাদ জানান, ‘আমি আমার মতো করে সফরের সিদ্ধান্ত নিয়েছি। আমি আ্লাহর বিধি-বিধান পালন করছি।’
তিনি জানান, ইরাক-ইরান পৌঁছে তিনি ভিসা নেয়ার পরিকল্পনা করছেন। ‘সাইকেলে চড়ে হজযাত্রা এটাই প্রথম’ বিষয়টি এমন নয়। ২০১৬ সালে, ২৪ বছর বয়সী তরুণ রাশিয়ান সাইক্লিস্ট বোলাত নাসিব আবদুল্লাহ রমজানের প্রথম দিনে তার যাত্রা শুরু করেছিলেন এবং প্রায় ৬,৬০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছিলেন। ২০১৯ সালে আরেক ব্রিটিশ নাগরিক দুই মাস সাইকেল চালিয়ে হজের সফর করেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct