রাজু আনসারী, অরঙ্গাবাদ: ৭৭টি এক পয়সার কয়েনে সবচেয়ে ছোট ভারতীয় ম্যাপ এঁকে ‘ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে’ নাম তুললেন মুর্শিদাবাদের সামসেরগঞ্জের ছেলে অমরজিত মন্ডল। সোমবার ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসের পক্ষ থেকে অমরজিত মন্ডলের নাম ঘোষণা হতেই কার্যত উচ্ছ্বসিত হয়ে উঠেন তিনি। মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার নিমতিতা শেরপুর গ্রামের বাসিন্দা অমরজিত মন্ডল। পেশায় স্কুল শিক্ষক। বর্তমানে শাহাজাদপুর প্রাইমারি স্কুলে কর্মরত রয়েছেন। দীর্ঘদিন ধরেই ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে নাম তুলতে মরিয়া প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তিনি। সম্প্রতি বিগত দশ বছর ধরে সংগ্রহ করে রাখা এক পয়সার কয়েন দিয়ে মাত্র ২৪ সেমি × ২০ সেমি মাপে সবচেয়ে ছোট ভারতীয় ম্যাপ আঁকেন অমরজিত মন্ডল। তারপরেই পাঠিয়ে দেন ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে’। ২২ শে এপ্রিল ২০২২ ফাইনাল পর্ব হওয়ার পর সোমবারই প্রকাশিত হয় রেকর্ডসের তালিকা। সেখানেই এলাকার মুখ উজ্জ্বল করে ‘ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে’ নাম তুলতে সক্ষম হন অমরজিত মন্ডল। নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই কার্যত উচ্ছ্বসিত হয়ে উঠেন তিনি। সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভরে ওঠে।
ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডে নাম উঠার পর আনন্দে উল্লসিত হয়ে ওঠেন অমরজিত মন্ডল। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, দশ বছর ধরে কষ্ট করে বহু কয়েন সংগ্রহ করেছি। তিন বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছি। সফল হতে পেরে আজ অত্যন্ত আনন্দিত মনে হচ্ছে।এদিকে গ্রামের ছেলের উজ্জ্বল মুখে কার্যত এলাকাবাসীও দারুন খুশি। সকলের অমরজিতের সাফল্য কামনা ও আরো এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct