অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট: বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগার আবাসিকদের সমাজের মূল স্রোতে ফেরাতে একাধিক পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। মেয়েদের টেইলারিং এবং ছেলেদের ভার্মি কম্পোস্টের প্রশিক্ষণ দেয়া হবে শীঘ্রই। অন্যদিকে, রাজ্য সরকারের ১১ বছর পূর্তি উপলক্ষে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারেও একাধিক কর্মসূচি নেয়া হয়েছে। মঙ্গলবার এই কর্মসূচিতে যোগদান করতে আসেন বহরমপুর রেঞ্জের ডিআইজি গৌতম মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগার এর সুপারিনটেনডেন্ট নবীন কুজুর সহ অন্যান্যরা। এদিন সংশোধনাগারের আবাসিকদের নিয়ে একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়।
উল্লেখ্য, রাজ্যের প্রতিটি সংশোধনাগারের মত বালুরঘাটে সংশোধনাগারের আবাসিকদের সার্বিক উন্নয়নে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। বালুরঘাট সংশোধনাগারের আবাসিকদের সর্বাঙ্গীণ উন্নয়নে যোগব্যায়াম শিবির , স্বাস্থ্য শিবির এবং আইনি সহায়তা শিবিরের আয়োজন করা হচ্ছে।এবিষয়ে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগার এর সুপারিনটেনডেন্ট নবীন কুজুর জানান, বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগার বর্তমানে ১০৯৩ জন আবাসিক রয়েছেন। বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে তাদের রিহ্যাবিলেট করার চেষ্টা করা হচ্ছে। আগামী দিনে মেয়েদের টেইলারিং এবং ছেলেদের ভার্মি কম্পোস্টের প্রশিক্ষণ দেয়া হবে। রামকৃষ্ণ মিশনের তরফে টেলারিং কোর্স চালু করা হবে বলেও জানানো হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct