সম্প্রীতি মোল্লা, কলকাতা: মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে করা বিজেপির জনস্বার্থ মামলা নিয়ে প্রশ্ন তুলল রাজ্য। এদিন রাজ্যের এজি সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় এজলাসে জানান, -’ ২০১৪ সালে টেটের বিজ্ঞপ্তি জারি হয়েছিল। ২০১৬ সালের ১৪ সেপ্টেম্বর ওই পরীক্ষার ফল বেরোয়। পরের বছর থেকে নিয়োগ শুরু হয়।হাইকোর্টে মামলা করা হয় এ বছরের ৪ মে। ,৬ বছর পর মামলা কেন? যিনি মামলা করেছেন তিনি কোনও চাকরিপ্রার্থী বা শিক্ষক নন। এমনকি, কোনও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক নেই। এই মামলার পিছনে কী উদ্দেশ্য রয়েছে?’ এইভাবে জোরালো সওয়াল করতে দেখা যায় রাজ্যের এজি কে। কলকাতা হাইকোর্ট এর প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ নির্দেশ , -’ রাজ্যকে তার বক্তব্য সাত দিনের মধ্যে হলফনামা আকারে দিতে হবে। এই জনস্বার্থ মামলায় সামান্য ত্রুটি রয়েছে’। পাশাপাশি আদালত জানিয়েছে - ‘মামলাকারীকেও তা সংশোধন করতে হবে’ । আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে জানা গেছে। এদিন কলকাতা হাইকোর্টে রাজ্যের তরফে প্রশ্ন তোলা হয়, - ‘২০১৭ সালে নিয়োগ হয়েছিল, অথচ সে সংক্রান্ত মামলা দায়ের করতে পাঁচ বছর সময় লেগে গেল? ২০১৪ সালে এই টেট হয়। ২০১৬ সালে ফল প্রকাশ হয়। ২০১৭ সালের মধ্যে সম্পূর্ণ হয় নিয়োগ প্রক্রিয়া’।
মামলাকারী আদালতের দ্বারস্থ হয়ে জানান, -’ এই নিয়োগে দুর্নীতি হয়েছে। এই তদন্ত সিবিআইকে দিয়ে করানো হোক’। এদিন এজি জানান , -’ এমন একজন মামলা করলেন যিনি কোনও পরীক্ষার্থী নন, শিক্ষক নন কিংবা কোনও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্তও নন’।তবে হাইকোর্ট এদিন রাজ্যের কাছে হলফনামা চেয়েছে। হলফনামায় আদালত জানতে চায়, -’ কোন প্রক্রিয়ায় এই নিয়োগ হয়েছিল, কীভাবে পরীক্ষা নেওয়া হয়েছিল, কারাই বা চাকরি পেলেন?’ ইতিপূর্বে শিক্ষক নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টের কাছে ভৎসনা জুটেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতির। ২০১৪ সালের টেট পরীক্ষায় প্রশ্নপত্রে ভুল থাকার জন্য ২০১৮ সালে কলকাতা হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, -’ ভুল প্রশ্নের উত্তর যারা দিয়েছেন তাদের পূর্ণাঙ্গ নম্বর দিতে হবে’। তবে পর্ষদ তা করেনি। যা আদালত অবমাননা বলে মনে করে আদালত। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি বলে জানা গেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct