অমরজিৎ সিংহ রায়,বালুরঘাট,আপনজন: সোমবার রাজ্যজুড়ে পালিত হলো ১৬১ তম রবীন্দ্র জন্মজয়ন্তী। আপামর বাঙালির কাছে এই দিনটা অত্যন্ত গর্বের একটি দিন। আর বিশেষ এই দিনে দক্ষিণ দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে বালুছায়া ভবনে আয়োজিত অনুষ্ঠানে কবিগুরুকে প্রণাম জানালেন জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। দক্ষিণ দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দফতর সূত্রে জানা গিয়েছে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক আয়েশা রানি এ, জেলা পুলিশ সুপার রাহুল দে, অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) আবুল কালাম আজাদ ইসলাম, অতিরিক্ত জেলা শাসক (ভূমি ও ভূমি সংস্কার) তুষার সিমলা, জেলা অনগ্রসর শ্রেণী কল্যাণ ও উপজাতি উন্নয়ন বিভাগ দপ্তরের আধিকারিক পার্থ প্রতিম সরকার, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর এর আধিকারিক রাজেশ কুমার মন্ডল সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানের শুভ সূচনা লগ্নে কবিগুরুর ছবিতে মাল্যদান করেন জেলা শাসক ও জেলা পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকেরা। অনুষ্ঠান মঞ্চে নৃত্য পরিবেশন করেন ডেপুটি ম্যাজিস্ট্রেট নির্মিতা সাহা, কবিতা আবৃত্তি করেন অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) আবুল কালাম আজাদ ইসলাম। এবিষয়ে জেলা পুলিশ সুপার রাহুল দে জানান, আমাদের কৃষ্টি ও সংস্কৃতিতে কবিগুরুর বিশেষ অবদান রয়েছে। জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক রাজেশ কুমার মন্ডল বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির চেতনা ও মননের প্রধান প্রতিভূ। বাঙালি জাতীয়তাবোধের প্রধান রূপকারও তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct