আপনজন ডেস্ক: ভারতে শাওমি কর্পোরেশনের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৭২৫ মিলিয়ন ডলার জব্দ করা হয়েছে। রয়্যালটি পেমেন্টের নামে বিদেশি কয়েকটি ঠিকানায় অবৈধ রেমিট্যান্স পাঠানোর অভিযোগ তদন্ত করতে গিয়ে এই অর্থের সন্ধান পাওয়া যায়। দেশের আর্থিক গোয়েন্দা ও আইন প্রয়োগকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট চীনা স্মার্টফোন প্রতিষ্ঠানটির ব্যবসার প্রক্রিয়া নিয়ে অনুসন্ধান করছিল। শাওমির বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা ভারতের ফরেন এক্সচেঞ্জ আইন লঙ্ঘন করেছে। ইডি জানিয়েছে, শাওমি টেকনোলজি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড থেকে সম্পদ জব্দ করা হয়েছে। এই প্রতিষ্ঠান ৫৫ দশমিক ৫ বিলিয়ন সমমূল্যের আন্তর্জাতিক মুদ্রা কয়েকটি দেশের ঠিকানায় পাঠিয়েছে। এর মধ্যে রয়েছে শাওমি গ্রুপের ঠিকানাও। সব অর্থই পাঠানো হয়েছে রয়্যালটি হিসেবে। চীনের মূল প্রতিষ্ঠানের নির্দেশনায় বিশাল অংকের এই অর্থ দেশের বাইরে পাঠানো হয়েছে বলে দাবি করছে ইডি। এ বিষয়ে শাওমি এক বিবৃতিতে জানায়, তারা ভারতের আইন মেনেই সবকিছু করছে। রয়্যালটি পেমেন্ট এবং ব্যাংকে দেওয়া স্টেটমেন্ট বৈধ ও সঠিক বলে বলে বিশ্বাস করে চীনা এই প্রতিষ্ঠান। শাওমি বলছে, রয়্যালটি পেমেন্ট করা হয়েছে প্রযুক্তি সুবিধা এবং বিভিন্ন পণ্যের জন্য। ভুল বোঝাবুঝির অবসানে আমরা সরকারের সঙ্গে কাজ করছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct