অমরজিৎ সিংহ রায়,বালুরঘাট,আপনজন: সর্প বিষয়ক বিশেষ সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো রবিবার।দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে অবস্থিত বালুছায়া ভবনে এদিনের এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুকুমার দে, বালুরঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান প্রদীপ্তা চক্রবর্তী, বঙ্গরত্ন তাপস চক্রবর্তী, বিশিষ্ট সর্প চিকিৎসক অমরেন্দ্রনাথ রায়সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। মূলত সাপ সম্পর্কে সাধারণ মানুষদের সচেতন করতে দক্ষিণ দিনাজপুর স্নেক অ্যান্ড অ্যানিম্যালস প্রটেকশন সোসাইটি তরফে এই সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। সাপে কামড়ালে প্রাথমিক পর্যায়ে কি করতে হয়এই বিষয়সহ সর্পাঘাত সম্পর্কিত অন্যান্য নানা বিষয়ের উপরে বক্তব্য রাখেন উপস্থিত বিশিষ্টজনেরা। প্রত্যেকেই ওঝার কাছে না গিয়ে তড়িঘড়ি হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct