এহসানুল হক,বসিরহাট,আপনজন: সদস্য সংগ্রহ অভিযানে নেমেছে আম আদমি পার্টি। তাদের দাবি, সদস্য হতে চেয়ে বিভিন্ন দলের কর্মী-সমর্থকরাও যোগাযোগ করছেন।তবে অন্যান্য পার্টি এই বিষয়টিকে আমল দিতে না চাইলেও, কংগ্রেসের অভিযোগ আপ বিজেপির বি-টিম। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। আম আদমি পার্টির নজর এখন বাংলায়। এরাজ্যে সংগঠন বাড়াতে জেলায়-জেলায় সদস্য সংগ্রহ অভিযানে নেমেছে তারা। বাদ নেই বসিরহাট দক্ষিণ বিধানসভা। অরবিন্দ কেজরিওয়ালের দলের তরফে দাবি করা হয়েছে, জেলার প্রতিটি ব্লকে ৪-৫ জনের একটি গ্রুপ তৈরি করা হয়েছে। যাদের দায়িত্ব ওই এলাকার দলের সদস্যদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা। রবিবার বসিরহাট শহরের ময়লা খোলার মায়ের বাজারে আম আদমি পার্টির বিভিন্ন সদস্যরা এই সদস্য অভিযান চালায়। বাজারের বিভিন্ন মানুষদেরকে হাতে লিফলেট দেন। পথচলতি মানুষকেও লিফলেট দিয়েই প্রচার সারেন তারা। বসিরহাট দক্ষিণ বিধানসভার আম আদমি পার্টির সভাপতি আরিজুল ইসলাম ও আম আদমি পার্টির জেলা সংখ্যালঘু সেলের সম্পাদক ফোজাফ্ফার শিকারী বলেন, “বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী-সমর্থকরাও আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, আমরা তিনটি বিষয়ের উপর গুরুত্ব দিচ্ছি, দুর্নীতি, সাম্প্রদায়িকতা, অপরাধের সঙ্গে জড়িত থাকলে তাঁকে দলে নেওয়া হবে না।’’
যদিও এই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না সিপিএম। সিপিএমের কর্মকর্তারা বলেন, “যে কোনও রাজনৈতিক দল তাদের সংগঠন বিস্তারের কাজ করতেই পারে, এতে অস্বাভাবিকতা কিছু নেই।’’ কংগ্রেস থেকে বলতে শোনা যায়, “এই সমস্ত হচ্ছে বিজেপির বি-টিম, কংগ্রেসকে ভারতবর্ষ থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য পরিকল্পনা মাফিক এই সমস্ত পাটি তৈরি হচ্ছে, এদের মদতদাতা হচ্ছে পিকের মাধ্যমে বিজেপি।’’ তবে এই কথাই আমল দিতে রাজি হয়নি বিজেপির নেতৃত্ব। তৃণমূলের দাবি, ভবিষ্যতে আরও গুরুত্বহীন হয়ে পড়বে বিরোধীরা। উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বনভূমি কর্মধক্ষ্য ও তৃণমূল নেতা একেএম ফারহাদ বলেন, “আপকে নিয়ে আমরা ভাবছি না, আর কংগ্রেস, সিপিএম, বিজেপি আগামীদিনে আরও অস্তিত্ব হারবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়যেভাবে বাংলায়কাজ করছে মানুষ আস্থা রেখেছে মুখ্যমন্ত্রীর প্রতি, তাই ঝাটা- ঝাড়ু হাত -হাতুড়ি ,পদ্ম যায়আসুক না কেন মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে, কেননা যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়মানুষের মনের মাঝে গেঁথে গিয়েছেন এখানে কেউ অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবেনা।’’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct