আপনজন ডেস্ক: ইউক্রেনের মারিউপোলের আজভস্টাল স্টিল কারখানার ভেতর আটকে থাকা যোদ্ধারা একটি বিরল অনলাইন সংবাদ সম্মেলন করেছেন। ওই সংবাদ সম্মেলনে আজভ রেজিমেন্টের লেফটেন্যান্ট ইলিয়া সামোইলেনকো রুশ বাহিনীর আত্মসমর্পণ নিয়ে মুখ খুলেছেন। বিবিসি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। লেফটেন্যান্ট ইলিয়া সামোইলেনকো সংবাদ সম্মেলনে বলেন, আত্মসমর্পণ কোনো বিকল্প নয়, কারণ রাশিয়া আমাদের জীবন নিয়ে মোটেও ভাবছে না। তিনি আরও বলেন,আমাদের কাছে আত্মসমর্পণ অগ্রহণযোগ্য। আমরা শত্রুকে এত বড় উপহার দিতে পারি না। আমার কাছে বন্দি হওয়া মৃত্যুর শামিল। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইউক্রেনে সন্ত্রাসবাদ নিয়ে এসেছে এমন আগ্রাসণ সৃষ্টিকারী শত্রুর বিরুদ্ধে আমরা লড়াই করছি। এদিকে, ওই ইস্পাত কারখানায় আটকে পড়া সব বেসামরিক নারী, শিশু ও বৃদ্ধকে উদ্ধার করা হয়েছে। রাশিয়া ও ইউক্রেন দুই দেশই বিষয়টি স্বীকার করেছে। ইস্পাত কারখানা থেকে উদ্ধার অভিযান শুরু হয়েছিল এক সপ্তাহ আগে। জাতিসংঘ ও রেডক্রস এই অভিযান পরিচালনা করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct