রঙ্গিলা খাতুন,কান্দি,আপনজন: কান্দির ছাতিনা কান্দি গুরুপদ উচ্চ বিদ্যালয়ে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষ্যে স্বেচ্ছায়রক্তদান শিবির এবং পেট্রোল ডিজেল এবং গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে রবিবার বিক্ষোভ মিছিলের আয়োজন করল কান্দি তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার ৬, ১৪ এবং ১৮ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস নেতৃত্বের উদ্যোগে ও কান্দি শহর তৃণমূল কংগ্রেসের সহযোগিতায়রবিবার বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে স্বেচ্ছায়রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের এই রক্তদান শিবিরে ১০৬ জন রক্তদাতা রক্তদান করেছেন বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদিনের এই রক্তদান শিবির এর পাশাপাশি দেশে অস্বাভাবিক পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কান্দির ছাতিনা কান্দি মোঠ তলা এলাকায়বিক্ষোভ প্রদর্শন করা হলো প্রতীকী রান্নার গ্যাসের ওভেন ও গ্যাস সিলিন্ডার সামনে রেখে কাঠের উনুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বর্গ। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অপূর্ব সরকার, মুর্শিদাবাদ জেলা আইএনটিটিইউসি সভাপতি তথা কান্দি পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি পার্থ প্রতিম সরকার, কান্দি পৌরসভার পৌর পিতা জয়দেব ঘটক, কান্দি পৌরসভার সহকারি পৌর পিতা গৌরী সিনহা বিশ্বাস, কান্দি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ সুন্দর ত্রিবেদী, কান্দি পৌরসভা এবং কান্দি পঞ্চায়েত সমিতির একাধিক জনপ্রতিনিধি এবং নেতৃত্ববৃন্দ সহ কান্দি পৌরসভার ৬, ১৪ এবং ১৮ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির সদস্যরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct