সাদ্দাম হোসেন মিদ্দে,বারুইপুর,আপনজন: ঘূর্ণিঝড় ‘অশনি’ আগামী ১০ তারিখ মঙ্গলবার আছড়ে পড়তে পারে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন উপকূলীয়এলাকায়। তেমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেই অনুযায়ী সতর্ক বারুইপুর পুলিশ জেলার বিভিন্ন থানা গুলি। বিশেষ সতর্কতা অবলম্বন করছে উপকূলীয়থানা গুলি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের নির্দেশে বারুইপুর পুলিশ জেলা বিশেষ সতর্কতা ও জনসচেতনতা প্রচার শুরু করেছে। রবিবার দেখা যায়পুলিশ জেলার উপকূলীয়থানা সুন্দরবন থানা, ঝড়খালি থানা, মৈপিঠ প্রভৃতি থানার পুলিশ মাইকিং করেছে জলপথে। এছাড়াও স্থলপথে সতর্কতা ও জনসচেতনতা মূলক প্রচার করেছে গোসাবা, বাসন্তী, ক্যানিং, জীবনতলা, ভাঙড় কাশিপুর প্রভৃতি থানা। পুলিসের পক্ষ থেকে এদিন নাগরিকদের সতর্ক ও সচেতন করা হয়। বলা হয়মাটির কাঁচা বাড়ি বা নদী বাঁধের উপর নির্মিত ঘর থেকে দ্রুত ফ্লাড সেন্টারে আশ্রয়নিন। নৌকা নিয়ে নদীতে কাঁকড়া ধরতে বা মধু সংগ্রহে যেতে নিষেধ করা হয়েছে। যে কোনো বিপদে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন ও বারুইপুর পুলিশ জেলা আপনাদের সঙ্গে রয়েছে। আতঙ্কিত হবেন না বা গুজব ছড়াবেন না। অ্ন্যদিকে প্রশাসনের তরফ থেকে পরিস্থিতি মোকাবিলায় বাহিনী মজুত রাখা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct