আপনজন ডেস্ক: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দরাবাদ, এমন লড়াইয়ে নজর ছিল বিরাট কোহলি ও কেইন উইলিয়ামসনের দিকেও। সে লড়াইয়ে কোহলি আউট হয়েছেন প্রথম বলেই, কোনো রান না করেই—‘গোল্ডেন ডাক’। উইলিয়ামসন তো বল খেলারও সুযোগ পাননি—‘ডায়মন্ড ডাক’! ইনিংসের প্রথম বলেই কোহলির আউটে অবশ্য শেষ পর্যন্ত কিছু যায় আসেনি বেঙ্গালুরুর। ফাফ ডু প্লেসি, রজত পাতিদার, গ্লেন ম্যাক্সওয়েলের পর দীনেশ কার্তিকে ভর করে ১৯২ রান তুলেছিল তারা। তবে প্রথম ওভারে উইলিয়ামসনসহ ২ উইকেট হারানোর ধাক্কার পর শেষ দিকের ধসে হায়দরাবাদ গুটিয়ে গেছে ১২৫ রানেই। ওয়ানিন্দু হাসারাঙ্গা নিয়েছেন ৫ উইকেট। ৬৭ রানের বড় হারে প্লে-অফের সমীকরণ বেশ জটিল হয়ে গেল হায়দরাবাদের। ১১ ম্যাচ শেষে তাদের পয়েন্ট এখন ১০। অন্যদিকে ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষ চারে নিজেদের অবস্থান আরেকটু দৃঢ় হলো বেঙ্গালুরুর। ওয়াংখেড়ে এসে অবশেষে টসে হেরেছেন হায়দরাবাদ অধিনায়ক উইলিয়ামসন, আগে ব্যাটিংয়ে নামে বেঙ্গালুরু। জগদীশ সুচিতের প্রথম বলটা লেগ স্টাম্পের ওপর নিরীহই ছিল, সেটিই ঘুরিয়ে খেলতে গিয়ে শর্ট মিড উইকেটে উইলিয়ামসনের হাতে সহজ ক্যাচ দেন কোহলি। এ মৌসুমে কোহলি তৃতীয়বার প্রথম বলেই আউট হলেন কোনো রান না করেই! প্রতিদিনই যেন অবিশ্বাস বাড়ছে কোহলির ফর্ম ঘিরে, কোহলি যেন নিজেও বিশ্বাস করতে পারছিলেন না কী হলো!
প্রথম বলেই কোহলির আউট অবশ্য টের পেতে দেননি ফাফ ডু প্লেসি ও রজত পাতিদার। ডু প্লেসির সঙ্গে ব্যাটিং অর্ডারে ওপরে উঠে আসা পাতিদারের জুটিতেই ওঠে ৭৩ বলে ১০৭ রান। ৩৮ বলে ৪৮ রান করে জগদীশ সুচিতের দ্বিতীয় শিকার হয়ে অর্ধশতক হাতছাড়া করেন পাতিদার। ডু প্লেসি অবশ্য অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত। ৫০ বলে ৭৩ রানের ইনিংসে বেঙ্গালুরু অধিনায়কের ব্যাট থেকে এসেছে ৮টি চার ও ২টি ছয়। বেঙ্গালুরু অবশ্য ১৯০ পেরোয় ম্যাক্সওয়েলের পর দিনেশ কার্তিকের ঝড়ে। ২৪ বলে ৩৩ রানের ইনিংস খেলেন ম্যাক্সওয়েল। তবে স্বপ্নময় ফর্মে থাকা কার্তিক ছাড়িয়ে গেছেন তাঁকেও। এবার ৮ বলে ৩০ রানের ইনিংস খেলেছেন এ উইকেটকিপার ব্যাটসম্যান, ১টি চারের সঙ্গে মেরেছেন ৪টি ছয়। এ মৌসুমে ১২ ইনিংস খেলার পরও কার্তিকের স্ট্রাইক রেট এখন ২০০! কার্তিকের ঝড় গেছে মূলত নিজের প্রথম আইপিএল ম্যাচ খেলতে নামা ফজলহক ফারুকির ওপর দিয়ে, তাঁর শেষ ৪ বলে উঠেছে ২২ রান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct