আপনজন ডেস্ক: বারাণসীর জ্ঞানবাপী মসজিদের মধ্যে হিন্দু স্থাপত্য আছে কিনা তার জন্য আদালতের নির্দেশে সমীক্ষা শেষ হতে না হতেই এবার তীর গিয়ে পড়ল তাজমহলের দিকে। এ ব্যাপারে এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চে একটি পিটিশন দায়ের করা হয়েছে যাতে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে (এএসআই) আগ্রার তাজমহলের ভিতরে ২০টি কক্ষ খোলার নির্দেশ দেওয়ার দাবি জানানো হয়েছে। হিন্দু ভাস্কর্য ও শিলালিপি আছে কি না তা নিশ্চিত করতে আর্জি জানানো হয়েছে। এলাহাবাদ হাইকোর্টে বিজেপির অযোধ্যা জেলার মিডিয়া ইনচার্জ ড. রজনীশ সিং-এর তরফে তাজমহলের বন্ধ কক্ষ খুলে সমীক্ষা করার এই আবেদন করা হয়েছে। ১০ মে মঙ্গলবার এই আবেদনের শুনানি হবে।
তাজমহলকে তেজো মহালয়া বলে বর্ণনা করে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করার আবেদন জানিয়ে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। এতে বলা হয়েছে যে তাজমহল কমপ্লেক্সের একটি জরিপ প্রয়োজন, যাতে একটি শিব মন্দির এবং তাজমহলের অস্তিত্বের বাস্তবতা নিশ্চিত করা যায়। কমিটির উচিত এই কক্ষগুলি পরীক্ষা করা, যাতে পরিস্থিতি পরিষ্কার করা যায়যে হিন্দু মূর্তি বা ধর্মগ্রন্থ সম্পর্কিত প্রমাণ রয়েছে কিনা। আবেদনে কয়েকজন ঐতিহাসিকের কথাও উল্লেখ করা হয়েছে। পিটিশনে বলা হয়েছে যে তাজমহলের চারতলা ভবনের উপরের এবং নীচের অংশে ২০টি কক্ষ রয়েছে, যা স্থায়ীভাবে বন্ধ রয়েছে। উল্লেখ্য, তাজমহলকে তেজোমহল বলে দাবি করে আসছে বেশ কিছু হিন্দুত্ববাদী সংগঠন। তাজমহলে শিব আরতি করার জন্য অনেক হিন্দুত্ববাদী সংগঠনের পক্ষ থেকেও চেষ্টা করা হয়েছে। অতীতে, জগৎগুরু পরমহংসাচার্যও তাজমহলকে তেজোমহল বলে দাবি করে ভিতরে শিবের পূজা করার জন্য জোর দিয়েছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct