মহবুবুর রহমান,দিল্লি,আপনজন: বৈশ্বিক মানবিক মূল্যবোধ এবং গঙ্গা-যমুনা সভ্যতার প্রতীক হিসেবে নতুন দিল্লির হোটেল শাংরিলা তে জমিয়ত উলামা-ই-হিন্দের উদ্যোগে জাঁকজমকপূর্ণভাবে এক আন্তর্জাতিক মানের ঈদ মিলনোৎসব সম্পন্ন হয়েছে। জমিয়তের জাতীয় সভাপতি মাওলানা মাহমুদ আসাদ মাদানির আমন্ত্রণে এতে বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেন। বিশিষ্টজনদের মধ্যে প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি , প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুরলি মনোহর জোশী, প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশি, মণিশঙ্কর আইয়ার ,রাজীব শুক্লা ,জনার্দন দ্বিবেদী, সিপিআই(এম) নেতা সীতারাম ইয়েচুরি, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক শ্রী প্রশান্ত কিশোর, খ্রিস্টান ধর্মীয় নেতা ডক্টর ইব্রাহিম ম্যাথু, বিশপ থিওডোর,শিখ ধর্মীয় নেতা সিং গিয়ানি, রঞ্জিত সিং, জামাতে ইসলামী হিন্দের সভাপতি সৈয়দ সাদাতুল্লাহ হুসাইনী, জমিয়তে আহলে হাদিস হিন্দের সভাপতি মাওলানা আসগর আলী, ইমাম মেহদী সালাফী, মাওলানা তৌকির রাজা খাঁন বেরেলভী সহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক স্তরের নেতৃবৃন্দ এই সভায় অংশগ্রহণ করেন। মাওলানা মাহমুদ মাদানী তার ভাষণে অনুষ্ঠানের উদ্দেশ্য তুলে ধরে বলেন, জমিয়তে উলামা-ই-হিন্দের এই ঈদ সভার উদ্দেশ্য আন্তর্জাতিক মানবিক মূল্যবোধ। বিশেষ করে ভারতীয় সমাজের গঙ্গা-যমুনা সভ্যতায় সৃজনশীলতা সৃষ্টি করা, যে সভ্যতা এই পৃথিবীতে বসবাসকারী মানুষের দুঃখ সুখ সম্পর্ক, খাদ্য উৎসব, শোক এমনকি অর্থনৈতিক চাহিদাকেও সংযুক্ত করে। মাওলানা মাদানি বলেন, জমিয়তেউলামা-ই-হিন্দের রয়েছে শত বছরের পুরনো ইতিহাস ও ঐতিহ্য, যা আজ অবধি ঐক্যবদ্ধ,ভবিষ্যতেও যেন কখনো ভাঙে না। জমিয়তে উলামা-ই-হিন্দ সর্বদা শান্তি ও ঐক্যের ওপর জোর দিয়েছে।
তিনি বলেন এদেশের সিংহ ভাগ নাগরিকও এ আদর্শের এবং সম্প্রীতিতে বিশ্বাসী। শতাব্দীর পর শতাব্দী ধরে এদেশে সব ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করে আসছে, তাদের বর্ণ এক, তাদের পূর্বপুরুষ এক, এমনকি শুধু ভারতেই নয় সারা বিশ্বের মানুষ একই পিতামাতা থেকে জন্মেছেন। তাই দেশকে ভাঙার উপাদান কখনোই সফল হবে না । তাদের ষড়যন্ত্র বৃথা যাবে। এত বৈচিত্র্য ভারতবর্ষের মতো আর কোনো দেশে নেই। মাদানি বলেন, ঈদ যেহেতু রমজানে রোজা রাখার উপহার সেহেতু আমাদের জন্য রমজান ও রোজার চেতনা বোঝা জরুরি। রমজানে ক্ষুধার্ত হওয়া ধনী ও দরিদ্রের মধ্যে ব্যবধান কমানোর অন্যতম কার্যকর উপায়। ক্ষুধার্ত থেকে যাতে আমরা বুঝতে পারি ক্ষুধার যন্ত্রণা কী? তিনি আরও বলেন, ধৈর্য ধরুন, ক্ষমা প্রার্থনা করুন ,ভাল কাজ করুন এটি সামাজিক ব্যবধান দূর করতে সহায়তা করবে। অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান জমিয়তে উলামা-ই-হিন্দের সাধারণ সম্পাদক হজরত মাওলানা হাকিম-উদ্দিন কাসেমি। অন্যান্য বিশিষ্টিজনদের মধ্যে উপস্থিত ছিলেন ড. জাফর মাহমুদ, ড. হর্ষ মান্দার, ওপি শাহ, এম.জে. আকবর, মুসলিম মজলিস-ই-মুশওয়ারাত সভাপতি জনাব নাভিদ হামিদ, কাসিম রসুল ইলিয়াস ,ভাইস চ্যান্সেলর জামিয়া হামদর্দ রওশন বেগ আলম প্রমুখ। এছাড়া যুক্তরাষ্ট্র, ফিলিস্তিন, তুরস্ক, অস্ট্রেলিয়া ,ইরান, জার্মানি, জাপান, মালয়েশিয়া মঙ্গোলিয়া ,আফগানিস্তানের কূটনীতিকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct