অমরজিৎ সিংহ রায়,বালুরঘাট,আপনজন: রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে দুই বাংলাকে জুড়ে দিল সঞ্চালক দের সংস্থা ‘ কথক ‘ । উল্লেখ্য, ‘ কথক‘ বালুরঘাট থেকে পথ চলা শুরু হলেও উত্তরবঙ্গ এবং সমগ্র পশ্চিমবঙ্গের সঞ্চালক দের জন্যও একটি প্ল্যাটফর্ম। আত্রেয়ী নদী পাড়ে কথা, কবিতা, আবৃত্তি, গানে রবীন্দ্রনাথকে আজ শ্রদ্ধা জানানো হয়। ‘ আত্রেয়ী পাড়ে রবীন্দ্রনাথের আত্রেয়ী ‘ প্রসঙ্গ আসে ছিন্নপত্রাবলির হাত ধরে। ছিন্নপত্রাবলী থেকে পাঠ করে সে কথা শোনান ‘ কথক ‘- এর কর্ণধার তুহিন শুভ্র মন্ডল । এছাড়াও কবিতা পাঠ ও আবৃত্তি করেন ঝন্টু হালদার ‘ আমি ‘ ,অহনা গোস্বামী ও রাকেশ প্রামাণিক‘ সোনার তরী’, চন্দ্রাবলী পাল, শ্যাম সাহা ‘ প্রশ্ন ‘ , বাবলী দাস ‘ বাউল ‘ । পরে কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা ‘ পঁচিশে বৈশাখের উদ্দ্যেশ্যে ‘ শোনান অহনা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct