কুতুব উদ্দিন মোল্লা,জয়নগর,আপনজন: সুন্দরবনের ওপর আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘অশনি’। দুর্যোগের সেই পূর্বাভাস অঅবহাওয়া দফতরের। আগামী ৯ই মে ওড়িশা উপকূলে অশনি ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দফতর। সেই ঘূর্ণিঝড়ের প্রভাব গোটা সুন্দরবন এলাকাতেও পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা। সব মিলিয়ে সুন্দরবনের মানুষ যথেষ্ট আতঙ্কিত। আর সেই কারণেই এবার আগে থেকেই দুর্যোগ মোকাবিলার ব্যবস্থা গ্রহণ করেছে। ক্যানিংয়ের মহকুমাশাসক আজহার জিয়ার নেতৃত্বে ইতিমধ্যেই সমস্ত লাইন ডিপার্টমেন্টকে নিয়ে ম্যারাথন বৈঠক হয়েছে। পাশাপাশি ,বাসন্তী ক্যানিং,গোসাবা ব্লক প্রশাসনের তরফেও সেচ দফতর, সুন্দরবন উন্নয়ন দফতরের আধিকারিকদের সাথে বারে বারে বৈঠক করা হয়েছে। গোসাবা, ক্যানিং, বাসন্তী ব্লকের দুর্বল নদীবাঁধগুলিকে চিহ্নিত করা হয়েছে ইতিমধ্যেই। সেচ দফতর দ্রুত সেই বাঁধ মেরামতির কাজ শুরু করেছে। শুক্রবার ক্যানিংয়ের মহকুমা শাসক ও ক্যানিং ১ বিডিও শুভঙ্কর দাস এ নিয়ে বৈঠক করেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct