সম্প্রীতি মোল্লা,কলকাতা,আপনজন: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির একের পর এক সমন এড়িয়ে যাওয়ার কারণে দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করলো।তবে এই ওয়ারেন্ট জামিন যোগ্য। কয়লা পাচার মামলায় ইডির বার বার সমন থাকা সত্ত্বেও হাজিরা এড়ানোর জেরে এই জামিনযোগ্য ওয়ারেন্ট জারি বলে জানা গেছে আগামী ২০ অগস্টের মধ্যে রুজিরা কে হাজিরা দিতে বলা হয়েছে। রুজিরা বন্দ্যোপাধ্যায় হলেন ডায়মন্ডহারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর পত্নী। কয়লা পাচার মামলায় এখনও অবধি তৃণমূল এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কে দু’বার জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তবে রুজিরা একবারও ইডির সামনে হাজির হননি।
চলতি বছরের গত ২১ ও ২২ মার্চ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রুজিরা বন্দ্যোপাধ্যায় কে দিল্লির ইডির সদর দফতরে হাজির হওয়ার জন্য সমন জারি করেছিল ইডি। ওইসময় সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডির সমন জারির বিরুদ্ধে দিল্লি হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন । তবে দিল্লি হাইকোর্ট এই মামলায় কোনও রকম হস্তক্ষেপ করেনি।তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর ইডির সমন কে চ্যালেঞ্জ জানিয়ে আপিল পিটিশন টি সুপ্রিম কোর্টে এখনও বিবেচনাধীনগত মার্চে দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে ৮ ঘণ্টা জেরা করে থাকে ইডি।জেরাপর্ব কাটিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে ইডি কেন তাঁদের কলকাতার অফিসে জিজ্ঞাসাবাদ করছে না? তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন। সেই সময় রুজিরাকেও তলব করা হয়েছিল। তবে তিনি ( রুজিরা) আসেননি। গত বছরের সেপ্টেম্বর মাসেও দিল্লিতে রুজিরাকে ডেকে পাঠিয়েছিল ইডি। সেই সময় রুজিরা চিঠি দিয়ে জানিয়েছিলেন, -’ অতিমারির সময় সন্তানদের ফেলে তাঁর পক্ষে দিল্লি যাওয়া সম্ভব নয়’। আগামী ২০ আগস্টের মধ্যে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে সশরীর হাজিরার নির্দেশ রয়েছে রুজিরা বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct