আপনজন ডেস্ক: যুদ্ধ শুরুর পর প্রথম ঈদ উদযাপন করেছেন ইউক্রেনবাসী। ঈদ উপলক্ষে দেশটির সেনাবাহিনীর ব্যান্ড পার্টি মহানবী মুহাম্মাদ সা.-এর প্রশংসায় একটি সঙ্গীত পরিবেশন করে। সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, ইউক্রেনের সেনাবাহিনীর কিছু সদস্য একটি নাতে রাসুল পরিবেশন করছেন। আরবি ও ইউক্রেনীয় ভাষায় সঙ্গীতটি পরিবেশন করা হয়। গত ২৪ ফেব্রুয়ারি থেকে চলমান যুদ্ধের বিভিন্ন চিত্র তুলে ধরা হয় এ ভিডিওতে। তাছাড়া যুদ্ধে মুসলিম সৈন্যদের যুদ্ধে অংশগ্রহণের চিত্র তুলে ধরা হয়।উল্লেখ্য, গত সোমবার ইউক্রেনসহ অনেক দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়। ইউক্রেনে মুসলিমদের সংখ্যা প্রায় দেড় মিলিয়ন। এদের মধ্যে এক মিলিয়ন কিয়েভ শহর ও পূর্ব-দক্ষিণ অঞ্চলে বসবাস করেন। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা চালায়। তা আন্তর্জাতিক মহলে তুমুল সমালোচিত হয়। এক পর্যায়ে মস্কোর ওপর অর্থনৈতক অবরোধ আরোপ করা হয়।এ হামলাকে আন্তর্জাতিকভাবে আগ্রাসন হিসেবে বিবেচনা করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপের সবচেয়ে বড় শরণার্থী সংকটের সূত্রপাত ঘটে। ৩.৯ মিলিয়নেরও বেশি ইউক্রেনীয় দেশ ছেড়েছে আরও লক্ষাধিক অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়। অন্যদিকে, ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত শহর মারিওপোলের আজভস্তাল ইস্পাত কারখানায় অবরুদ্ধ আরো ৫০ জন বেসামরিক লোক শুক্রবার সেখান থেকে উদ্ধার হয়েছে। তিনটি বাসে তাদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। প্রথম দুটি বাস যায় ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত শহর বেজিমেনের একটি অভ্যর্থনা কেন্দ্রে। রাশিয়া ও ইউক্রেন নিশ্চিত করেছে, শনিবারও মানবিক উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে। তবে ইউক্রেনীয় বাহিনী বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার সময় রাশিয়ার বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করেছে। একটি গাড়িতে গুলি লেগেছে বলে তারা জানিয়েছে। এর আগে গত রবিবার দেড় শর মতো লোককে আজভস্তালসহ মারিওপোলের বিভিন্ন এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct