নিজস্ব প্রতিবেদক,কালিয়াচক,আপনজন: মালদার মোথাবাড়ি বিধানসভা কেন্দ্র বিপুল ভোটে জিতে রাজ্যের মন্ত্রী হয়েছেন সাবিনা ইয়াসমিন। ভোটের আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এলাকার উন্নয়রে জন্য। সেই প্রতিশ্রুতি মতো তিনি উন্নয়নরে কাজ শুরু করে দিলেন। পানীয় জলের সমস্যার সমাধান, স্কুলের ভবন তৈরি প্রভৃতি একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করলেন। পাশাপাশি কালিয়াচক -২ ব্লকের বাঙ্গিটোলা গ্রাম পঞ্চায়েত থেকে নিজের বিধানসভায় জনসচেতনতা যাত্রা শুরু করলেন তিনি। শনিবার কালিয়াচক- ২ ব্লকের ভাঙন ভাঙন দুর্গত বাঙ্গিটোলা অঞ্চলে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। মোট ৫০টি প্রকল্পের উদ্বোধন করেন এর মধ্যে কিছু প্রকল্পের শিলান্যাস করেন তিনি। সাবিনা ছাড়াও অনুষ্ঠানে সংশ্লিষ্ট উপস্থিত ছিলেন ব্লকের বিডিও রমল সিংহ বিরদি, বাঙ্গিটোলার প্রধান তোহিদুর রহমান, হাসিমুদ্দিন আহমেদ আসাদুল আহমেদ, রফিকুল হক সহ বিশিষ্টজন। এলাকার একাধিক আইসিডিএস সেন্টার, মিডডে মিলের সেড্ , স্ট্রিটলাইট , একাধিক রাস্তা, জলের পাইপ লাইন , ওয়াটার ট্যাংক ও কমিউনিটি হলের মত একাধিক প্রকল্পের উদ্বোধন করেন। এদিন গোসাইহাট এম এস কেতে অনুষ্ঠান আয়োজন হয়।
বিভিন্ন প্রকল্প উদ্বোধনের পাশাপাশি মন্ত্রী সাবিনা ইয়াসমিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশমতো বাঙ্গিটোলা থেকেই থেকেই জনসচেতনতা যাত্রা শুরু করেন। জনসচেতনতা কর্মসূচির প্রথম দিনেই সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বিধায়ক কোটার তহবিল থেকে বাঙ্গিটোলা অঞ্চলে ৩টি হাই মাস্ট টাওয়ারের উদ্বোধন করলেন মন্ত্রী । মন্ত্রী জানান, ‘বাঙ্গিটোলা থেকে তৃণমূলের সচেতনতা যাত্রা শুরু হলো। পরবর্তীতে ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত মোড়ে মোড়ে এই সচেতনতা যাত্রা করা হবে। মানুষকে বিজেপির সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে সম্প্রীতি বজায় রেখে প্রত্যেক মানুষকে হাতে হাত ধরে আগামী দিনের বেঁচে থাকার জন্য সচেতন করা হচ্ছে।’ তিনি অঙ্গীকার করে বলেন, ‘২০১১ সালে এই বিধানসভা নতুন করে আত্মপ্রকাশ করে। তখন থেকেই আমাকে ভোটে জিতিয়ে আসছে এখানকার মানুষ। আগামী দিনে মালদা জেলার মধ্যে এই বিধানসভা কেন্দ্র দৃষ্টান্ত হয়ে উঠবে। পানীয় জল থেকে রাস্তাঘাট, স্কুল-কলেজ থেকে স্বাস্থ্য-সব দিকে উন্নয়ন হবে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct