আপনজন ডেস্ক: করোনা বিধিনিষেধের দুই বছরের ব্যবধানের পর প্রায় ৭৯,২৩৭ জন ভারতীয় মুসলিম পবিত্র হজ করার জন্য এবছর সৌদি আরবে আরবে উড়ে যাবেন। জুলাই থেকে তাদের যাত্রা শুরু হবে বলে জানালেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নাকভি। নাকভি ৪০০ জন খাদিম-উল-হুজ্জাজের জন্য দুই দিনের একটি প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন কালে এ কথা জানা। এই প্রশিক্ষণ শিবিরে ১২ জন মহিলাও অংশ নেন। এই সকল খাদিমুল হুজ্জাজ মক্কা-মদিনায় ভারতীয় হজযাত্রীদের হজ, বাসস্থান, পরিবহন, স্বাস্থ্য ও নিরাপত্তা সম্পর্কিত প্রক্রিয়াগুলির সাথে সহায়তা করবেন বলে তিনি জানান।কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী জানান, ২২,৬৩৬ জন হজ গ্রুপের সংগঠকদের মাধ্যমে এবং বাকি ৫৬,৬০১ জন হজ কমিটির মাধ্যমে হজে যাবেন। এদের মধ্যে প্রায় ৫০ শতাংশ মহিলা রয়েছেন বলে তিনি জানান। তিনি আরও বলেন, ১,৮০০ এরও বেশি মুসলিম মহিলা ২০২২ সালে “মেহরাম” (পুরুষ সঙ্গী) ছাড়াই হজে যাচ্ছেন। খাদমিুল হুজ্জাজদের এইচসিআই, বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন, ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি, ডাক্তার, এয়ারলাইন্স, কাস্টমস এবং ইমিগ্রেশন পেশাদারদের দ্বারা তাদের প্রশিক্ষণ দেওয়া হবে জানান। মন্ত্রী বলেন, ‘হজযাত্রীদের ওপর যাতে কোনো বাড়তি আর্থিক বোঝা না পড়ে, সে জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি, কারণ তারা কোনো ধরনের ভর্তুকি ছাড়াই হজ পালন করবেন। ্উল্লেখ্য, এ বছর উত্তরপ্রদেশ থেকে সবচেয়ে বেশি মোট ৮,৭০১ জন হজে যাচ্ছেন। তারপরে পশ্চিমবঙ্গ (৫,৯১১), জম্মু ও কাশ্মীর (৫,২৮১), কেরল (৫,২৭৪), মহারাষ্ট্র (৪,৮৭৪), আসাম (৩,৫৪৪), কর্নাটক (২,৭৬৪), গুজরাট (২,৫৩৩), বিহার (২,২১০), রাজস্থান (২,০৭২), মহারাষ্ট্র (৪,৮৭২), তেলেঙ্গানা (১,৮২২), মধ্যপ্রদেশ (১,৭৮০), ঝাড়খণ্ড (১,৫৫৯), অন্ধ্র প্রদেশ (১,৫৫৯), অন্ধ্র প্রদেশ (১,৫৫৯), অন্ধ্র প্রদেশ (১,৫৫৯), অন্ধ্র প্রদেশ (১,২০১)।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct