আপনজন ডেস্ক: রান্নার গ্যাসের দাম বাড়তে বাড়তে তা ছাড়িয়ে গেল হাজার টাকা। দেশের ইতিহাসে এই প্রথম গৃহিণীদের চোখে জল এনে দিয়ে রান্নার গ্যাসের দাম আকাশছোঁয়া হল। রান্নার গ্যাসের এই রেকর্ড দাম বৃদ্ধি নিয়ে শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘গ্রেট ইন্ডিয়া’ লুট চলছে বলে মন্তব্য করলেন। কারণ, রান্নার গ্যাসের দামে সর্বকালীন রেকর্ড হওয়া ১৪.২ কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারে দাম প্রতি কলকাতায় দাঁড়াল এক হাজার ২৬ টাকা। আর এই দাম বৃদ্ধির ফলে কেন্দ্রীয় সরকারকে বিরোধী দলগুলি আক্রমণ করতে পিছপা হচ্ছে না। শুধু রান্নার গ্যাসের দাম নয়, পেট্রোল, ডিজেলের ক্রামগত দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া সব কা সাথ, সবকা বিকাশ-এর প্রতিশ্রুতি একেবারেই হারিয়ে গিয়েছে। মাঝে কিছুদিন দাম বৃদ্ধি থমকে তাকরেও, পাছ রাজ্যে বিধানসভা নির্বাচন মিটতেই তরতরিয়ে বাড়ছে েপট্রোলি, ডিজেল, রান্নার গ্যাসের দাম্ গত দেড় মাসে রান্নার গ্যাসের দাম ১০০ টাকা বৃদ্ধি পেয়েছে। এভাবে রান্নার গ্যাসের দাম বাড়ানোয় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মুখ কুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে ভারতের জনগণকে কষ্ট দেওয়া বন্ধ করার ডাক দিলেন। ট্যু্ইট করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘দেশবাসীকে যন্ত্রণা দেওয়া বন্ধ করুক কেন্দ্রেী সরকার। লাগাতার পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস-সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়িয়ে গ্রেট ইন্ডিয়ান লুট চালাচ্ছে দেশে। মানুষকে বোকা বানানো হচ্ছে। দেশবাসীকে যন্ত্রণা দেওয়া বন্ধ করুক কেন্দ্রের মোদি সরকার। লাগাতার পেট্রল, ডিজেল, রান্নার গ্যাস-সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়িয়ে গ্রেট ইন্ডিয়ান লুট চালাচ্ছে দেশে। মানুষকে বোকা বানানো হচ্ছে।’
তবে, এই রেকর্ড দাম বৃদ্ধি নিয়ে সংবাদ মাধ্যমের ভূমিকার সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। এ নিয়ে তিন লেখেন, দেখে দুঃখ লাগছে যে এ নিয়ে মিডিয়া নিশ্চুপ ও অন্ধের মতো রয়েছে। শুধু তৃণমূল নেত্রী নন, কংগ্রেসও এভাবে দাম বৃদ্ধি নিযে মোদি সরকারের চরম সমালোচনা করেছে। কংগ্রেস বলেছে, ২০১৬-১৭ অর্থবর্ষ থেকে রান্নার গ্যাসে ভরতুকি দেওয়া শূন্যে নামিয়ে এনেছে মোদি সরকার। কংগ্রেস দাবি করেছে ২০১৩-১৪ অর্থবর্ষে তারা যখন কেন্দ্রে ক্ষমতায় ছিল, তখন রান্নার গ্যাসে ভর্তুকি বাবদ প্রায় সাড়ে ৪৬ হাজার কোটি টাকা দিত কেন্দ্রীয় সরকার। এখন যে সেই জমানা নেই, তা বুজিয়ে দিতে চেয়েছে কংগ্রেস। সিলিন্ডারের দাম বৃদ্ধি নিয়ে শনিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধি সাংবাদিক সম্মেলন করে বলেন, লক্ষ লক্ষ ভারতীয় পরিবার “চরম মুদ্রাস্ফীতি”, বেকারত্ব এবং “দুর্বল প্রশাসন” এর বিরুদ্ধে একটি কঠিন লড়াই চালাচ্ছে। তিনি বলেন, কংগ্রেস ক্ষমতায় থাকলে কখনোই এটা হতে দিত না। কংগ্রেস সব সময় অভাবী পরিবারগুলোকে সমর্থন করেছে এবং সর্বদা তা করে যাবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct