আপনজন ডেস্ক: চিনের বাণিজ্যিক রাজধানী সাংহাইয়ের মানুষ এখন লকডাউনে বন্দি। তবে করোনা রুখতে সরকারের এই কঠোর পদক্ষেপ মানতে পারছেন না নগরবাসী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে হতাশা, ক্ষোভ আর প্রতিবাদের বিভিন্ন ধরনের ভিডিও। আবার করোনা ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীনে। নতুন করে প্রাদূর্ভাব দেখা দেয়ার সঙ্গে সঙ্গে ‘জিরো কোভিড’ নীতিতে ফিরে গেছে সে দেশের প্রশাসন। দুই কোটি ৬০ লাখ মানুষের শহর সাংহাইতেও তাই নেমে এসেছে কঠোর লকডাউনের বিধিনিষেধ। ঘরের বাইরে যেতে পারছেন না কেউ। কারো করোনা ধরা পড়লে সঙ্গে সঙ্গে পরিবার থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে তাকে। সবার খাবার এবং চিকিৎসার দায়িত্ব নিয়েছে সরকার। কিন্তু সে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ উঠছে প্রায় নিয়মিত। গত সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আরেক ভিডিওতে অভিনব উপায়ে প্রতিবাদ জানিয়েছেন সাংহাইয়ের এক এলাকার মানুষ। জানালা দিয়ে মুখ বাড়িয়ে থালাবাসনসহ রান্নার নানা সামগ্রী বাজাতে বাজাতে তারা বলছিলেন, ‘‘আমাকে আমার স্বাধীনতা ফিরিয়ে দিন।’’ জরুরি চিকিৎসা নিয়ে অসন্তুষ্ট মানুষ তাই নানাভাবে মুক্তির দাবি জানাচ্ছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct