এহসানুল হক,বসিরহাট,আপনজন: কোভিড পরিস্থিতিতে বিগত দুই বছর হজ সম্পন্ন সম্ভব হয়নি। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হতেই সরকারি নির্দেশিকা মতো হজ্জ-২০২২ পর্ব শুরু হতে চলেছে। পশ্চিমবঙ্গ হজ্জ কমিটির তত্ত্বাবধনে এবছর ছয় হাজারের অধিক হজ যাত্রী হজে যাচ্ছে বলে জানা যায়।হজ পরিষেবা মসৃণ ভাবে পরিচালনা করার জন্য বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনা বারাসাত জেলাশাসকের দপ্তরে গুরুত্বপূর্ণ আলোচনা হয় পাশাপাশি এয়ারপোর্ট সহ মদিনাতুল হুজ্জাজ পরিদর্শন করেন প্রশাসনিক আধিকারিকরা। হাজী সাহেবদের সবরকম পরিষেবা চালু রাখতে আধিকারিকদের যথোচিত নির্দেশ দেয় জেলাশাসক সুমিত গুপ্তা। এবছর রাজ্য থেকে দশ হাজার ছয়শো মতো হাজী সাহেব হজ্জ সম্পন্ন করবে বলে জানায় হজ কমিটির কার্যনির্বাহী আধিকারিক মোহাম্মদ নকি। তিনি আরও জানান বিগত বছরের ন্যায় এবারও সবরকমের পরিষেবা যথার্থ ভাবে সম্পন্ন হবে বলে জানান।হজ কমিটির সেবক তথা উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ ধন্যবাদ জ্ঞাপন করেন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কে। পাশাপাশি তিনি জানান, হজ কমিটির চেয়ারম্যানের নেতৃত্বে এবং আধিকারিকদের তৎপরতায় সুষ্ঠ পরিবেশ বজায় রেখে হজ সম্পন্ন হচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়।উক্ত আলোচনায় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক প্রীতি গোয়েল,ডোমা সৌগত মাইতি, বিধাননগর মহকুমাশাসক দেবাশীষ পান্ডা, পুলিশ অফিসার রুপশ্রী পাহাড়ী,হজ অফিসার ইকবাল নাইয়ার, আবুল হাসান, সহ বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct