রঙ্গিলা খাতুন,কান্দি,আপনজন: দেশ ও রাজ্যের পাশাপাশি কান্দি মহকুমায় বড়ঞা, খড়গ্রাম, সালার ভরতপুর, জীবন্তি, সহ সমস্ত এলাকায় শান্তিপূর্ণভাবে খুশির ঈদ পালিত হয়, ঝিরঝির বৃষ্টির মধ্যেই খুশির ঈদে আনন্দ মেতে উঠলেন কচিকাঁচারাও। সবচেয়ে বড়ো খুশির বিষয় কান্দি মহকুমা জুড়ে দেখাগেল সম্প্রীতি চিত্র তার সঙ্গে পুলিশ প্রশাসনের শুভেচ্ছা বার্তা। একদিকে রাম, অপরদিকে রহিম। একদিকে অক্ষয় তৃতীয়া শুভ দিন ,অপরদিকে খুশির উৎসব ঈদ। মঙ্গলবার দুইয়ে মিলে একসাথে সম্প্রীতি কাকে বলে সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মুর্শিদাবাদের বড়ঞা থানার পাঁচথুপি গ্রামের বাসিন্দারা। এদিন সকাল থেকেই কখনো হালকা কখনো ভারী বৃষ্টি উপেক্ষা করে বড়ঞা থানার ওসির উপস্থিতিতে একদিকে পাঁচথুপি গ্রামের বড় মসজিদের ইমাম, অপরদিকে বড়ঞার বিভিন্ন মন্দিরের পুরোহিত দের সাথে নিয়ে বড়ঞা থানা এলাকার বিভিন্ন গ্রামে ঘুরে সম্প্রীতির বার্তা দিলেন। ইমাম ও পুরোহিতদের সাথে নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির গড়ে উঠলো বড়ঞায়। খড়গ্রাম ব্লকের নগরে জামে মসজিদে পালিত হয় ্ঈদ। উপস্থিত ছিলেন খড়গ্রাম বিধায়ক আশিস মার্জিত, খড়গ্রাম থানার সি আই সৌম্যদীপ বন্দ্যোপাধ্যায়, ওসি রবি মালাকার প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct