আপনজন ডেস্ক: এবার আফগান মহিলাদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া বন্ধ করেছে তালিবান কর্তৃপক্ষ। কাবুলসহ আফগানিস্তানের অন্যান্য প্রাদেশিক শহরে ইতোমধ্যে এই ব্যবস্থা কার্যকর করা হয়েছে। এ ব্যাপারে কোনো লিখিত নির্দেশ জারি করেনি তালেবান সরকার । যে সব মহিলা গাড়ি চালানোর লাইসেন্সের জন্য আবেদন করেছিলেন, তাদেরকে আর লাইসেন্স না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তালেবান। অবশ্য তালেবানগোষ্ঠী আফগানিস্তানের ক্ষমতা দখলের আগে পর্যন্ত যে দেশটিতে মহিলাদের গাড়ি চালানোর ব্যাপারটি খুব সাধারণ ছিল না। রাজধানীসহ বিভিন্ন প্রাদেশিক শহরে সে সময় মহিলাদের গাড়ি চালাতে দেখা যেত। গত বছর আগস্টে কট্টরপন্থী তালেবান বাহিনী জাতীয় ক্ষমতায় আসীন হওয়ার পর থেকে আফগানিস্তানের সড়কগুলোতে মহিলা গাড়িচালক তেমন দেখা যায়নি। আর সাম্প্রতিক এই নির্দেশ জারির মাধ্যমে মহিলাদের গাড়ি চালনা একরকম নিষিদ্ধই করল তালেবান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct