আপনজন ডেস্ক: কারো সঙ্গে হোয়াটসঅ্যাপে চ্যাট করতে না চাইলে আপনিও তাকে ব্লক করতে পারবেন। তিনি চাইলেও আপনাকে ব্লক করতে পারবেন। আপনি না পারবেন তাকে কল করতে বা মেসেজ দিতে। কেউ আপনাকে ব্লক করেছেন কি না জানবেন কীভাবে? আপনাকে কেউ ব্লক করেছেন কি না- তা জানার সরাসরি কোনো পদ্ধতি না থাকলেও একাধিক উপায়ে বোঝা সম্ভব। প্রথমত, প্রোফাইল ছবি অদৃশ্য হয়ে যাবে। অ্যাক্টিভিটি স্ট্যাটাস অফলাইন হয়ে যাবে। স্ট্যাটাস দেখা যাবে না। অ্যাবাউট বিভাগ ফাঁকা হয়ে যাবে। মেসেজ পাঠালে তা কখনই ডাবল টিক পাবে না। কল করা যাবে না।আপনাকে কোনো ব্যক্তি হোয়াটসঅ্যাপে ব্লক করলে সেই ব্যক্তির প্রোফাইল ছবি আর দেখতে পাবেন না। অ্যাক্টিভিটি স্ট্যাটাস অফলাইন।প্রোফাইল ছবির ঠিক নিচে অ্যাক্টিভিটি স্ট্যাটাস দেখা যায়। এখানে অনলাইন, টাইপিং অথবা লাস্ট সিন স্ট্যাটাস দেখা যায়। আপনাকে কেউ ব্লক করলে এখানে কোন অপশন দেখতে পাবেন না। আপনাকে কোন ব্যক্তি হোয়াটসঅ্যাপে ব্লক করলে আপনি আর সেই ব্যক্তির স্ট্যাটাস আপডেট দেখতে পাবেন না। আপনাকে কেউ ব্লক করলে আপনি আর সেই ব্যক্তির প্রোফাইলে অ্যাবাউট বিভাগে কোনো তথ্য দেখতে পাবেন না। মেসেজে সিঙ্গেল টিক দেখাবে। একবার হোয়াটসঅ্যাপে ব্লক করলে আপনার পাঠানো কোনো মেসেজ আর সেই ব্যক্তির ফোনে ডেলিভার হবে না। ফলে মেসেজ পাঠালে পাশে একটা টিক দেখা যাবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct