সম্প্রীতি মোল্লা,কলকাতা,আপনজন: গত বুধবারে কলকাতা হাইকোর্টে পেশাগত আইনী জীবনের তাগিদে সওয়াল করতে এসে যে নজিরবিহীন বিক্ষোভ সহ কটুক্তি শুনেছেন পি চিদম্বরাম। তাতে মেট্রো ডেয়ারি মামলার শুনানিতে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে এলেন না তিনি। এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে অংশ নিলেন পি চিদম্বরাম। মেট্রো ডেয়ারি মামলায় কেভেন্টার্স নামে একটি সংস্থার হয়ে মামলা লড়তে কলকাতা হাইকোর্টে এসে গত বুধবার বিক্ষোভের মুখে পড়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী তথা সর্বভারতীয় কংগ্রেসের নেতা পি চিদম্বরম।মেট্রো ডেয়ারি মামলাটি করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।পি চিদম্বরম মামলাটির হয়ে সওয়াল করতে এসেছিলেন অধীরের বিরুদ্ধে। যা রাজ্য সরকারের পক্ষে বলা যায়। কেন না অধীর মামলাটি করেছিলেন রাজ্যের সংস্থা মেট্রো ডেয়ারিকে জলের দরে কেভেন্টার্সের কাছে বিক্রি দেওয়ার বিরুদ্ধে।মামলাকারী অধীর রঞ্জন চৌধুরীর অভিযোগ, -’ এই লেনদেনে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে রাজ্য সরকারের মদতে’। গত বুধবার রাজ্য কংগ্রেসের আইনজীবীদের একাংশ পি চিদম্বরমের বিরুদ্ধে হাইকোর্ট চত্বরে বিক্ষোভ দেখিয়েছিলেন। পি চিদম্বরাম কে ‘তৃণমূলের দালাল’ বলা হয় জনসম্মুখে। একপর্যায়ে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে হেনস্থার মুখে পড়তে হয়েছিল গত বুধবার।হাইকোর্টের নিয়ম অনুযায়ী, এখন বিশেষ কয়েকটি ক্ষেত্রে অথবা ৬৫ বছর বয়সের ঊর্ধ্বে আইনজীবীরা ভার্চুয়াল মাধ্যমে শুনানির জন্য লিঙ্কের আবেদন করতে পারেন। হয়তো সেই সুবিধাই নিয়েছেন পি চিদম্বরম।গত বুধবারের বিক্ষোভের জেরেই বৃহস্পতিবার তিনি সশরীরে উপস্থিতি এড়ালেন কিনা, সে প্রশ্ন উঠেছে। তবে বিষয়টি নিয়ে জাতীয় কংগ্রেসের মধ্যে তীব্র চাপানউতোর চলছে। এদিনও কলকাতা হাইকোর্ট চত্বরে কংগ্রেস সমর্থক একদল আইনজীবী বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি পালন করে থাকে। পি চিদম্বরাম এর বিরুদ্ধে স্লোগান দেন তকংগ্রেস সমর্থিত আইনজীবীরা। চিদম্বরমকে দল থেকে বহিস্কারের দাবি করেন আইনজীবী তথা কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। এখন দেখার জাতীয় কংগ্রেসের হাইকমান্ড এই ঘটনায় দলীয়স্তরে কি পদক্ষেপ গ্রহণ করে থাকে?
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct