আপনজন ডেস্ক: মধ্যপ্রদেশের ইন্দোরে এক সবজি বিক্রেতার মেয়ে সিভিল জজ হয়েছেন। বুধবার ২৫ বছর বয়সী অঙ্কিতা নাগর প্রথম এই সুখবরটি তার মাকে দেন। মা হাতের গাড়িতে করে সবজি বিক্রি করছিলেন। রেজাল্টের প্রিন্ট আউট নিয়ে অঙ্কিতা মায়ের কাছে পৌঁছে বলল – মা, আমি বিচারক হয়েছি। অঙ্কিতা জানিয়েছেন, এক সপ্তাহ আগে ফল প্রকাশিত হয়েছিল, কিন্তু পরিবারের মৃত্যুর কারণে সবাই ইন্দোরের বাইরে ছিলেন। বাড়িতে তখন শোকের ছায়া। তাই বিষয়টি কাউকে বলতে পারিনি। সিভিল জজ পরীক্ষায় অঙ্কিতা নগর তার এসসি কোটায় ৫ম স্থান অর্জন করেছেন। তিনি জানান, পরিবারের সবাই সবজি বিক্রির কাজ করেন। মা বাবা দুজনেই সবজি বিক্রি করেন। বড় ভাই আকাশ বালু বাজারে শ্রমিকের কাজ করেন। ছোট বোনের বিয়ে হয়ে গেছে। অঙ্কিতা জানান , একটি ছোট ঘরে প্রতিদিন ৮ ঘণ্টা পড়াশোনা করতেন তিনি। সন্ধ্যায় গাড়িতে ভিড় হলে তিনি সবজি বিক্রি করতে যেতেন। রাত ১০টায় বাড়ি ফিরে ১১টা থেকে পড়তে বসতেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct