আপনজন ডেস্ক: ১ মে থেকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসনে রুবল ব্যবহার শুরু করে দিয়েছে রাশিয়া। ওই অঞ্চলের সামরিক-বেসামরিক প্রশাসক বলে পরিচয় দেওয়া রুশপন্থী একটি কমিটির এক কর্মকর্তা।কিরিল স্ট্রেমাসভ নামে ওই কর্মকর্তা বলেন, 'রাশিয়ান রুবেলে লেনদেন পুরোপুরি শুরু হতে চার মাস সময় লাগবে। এই সময়ের মধ্যে রুবলের ইউক্রেনের সরকারি মুদ্রা রিভনিয়ার পাশাপাশি চালু থাকবে।' খেরসন অঞ্চলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে রাশিয়া। পূর্বে ক্রিমিয়া উপদ্বীপ এবং রাশিয়ান-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী এলাকার মধ্যে সংযোগ স্থাপনের জন্য খেরাসন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। আঞ্চলিক সদর দফতরের নিয়ন্ত্রণ নেওয়ার পর রাশিয়া খেরাসনে নতুন মেয়র নিয়োগ করেছে বলে সেখানকার ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরুর পর এই প্রথম বড় শহর দখলে নিয়েছে রাশিয়া।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct