আপনজন ডেস্ক: এবার কোকা-কোলা কোম্পানি কিনতে চলেছেন বিশ্বের শীর্ষধনী ইলন মাস্ক। ক'দিন আগে টু্ইটার কিনে সারা বিশ্বে সাড়া ফেলে দিয়েছিলেন। তবে হঠাৎ তিনি কোকাকোলা কোম্পানিটি কেন কিনতে চাইছেন, তা নিয়ে অনেকের মনে প্রশ্ন। এর রহস্য উন্মোচন করে ইলন মাস্ক বলেন, 'আমি কোকা-কোলায় কোকেইনের ব্যবহার ফেরাতে চাই।' ৪ হাজার ৪০০ কোটি ডলারের বিনিময়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইট টুইটার কিনেই ইলন মাস্ক জানিয়েছেন, টুইটারকে সবচেয়ে মজাদায়ক মাধ্যমে পরিণত করতে হবে। এর কয়েক ঘণ্টা পরেই কোকা-কোলা কিনতে আগ্রহের কথা জানান এ মার্কিন ধনকুবের। এ কারণে পানীয়টিতে ‘কোকেইন’ ফেরানোর কথাও তিনি মজা করে বলেছেন কিনা তা নিয়ে চলছে নানা আলোচনা। অবশ্য ইলন মাস্ক মজা করে হোক বা না হোক, কোকা-কোলায় অতীতে কোকেইন ব্যবহারের ঘটনা কিন্তু সত্য। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গবেষণা সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অন ড্রাগ অ্যাবিউজের সূত্রে মার্কিন সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডারের খবরে জানা যায়, ১৮৮৫ সালে আটলান্টার ফার্মাসিস্ট জন পেম্বারটন প্রথমবারের মতো যখন পানীয়টি তৈরি করেন, তখন যুক্তরাষ্ট্রে কোকেইনের ব্যবহার বৈধ ছিল। সেই সময় পেম্বারটনের রেসিপিতে কোকা পাতা থেকে পাওয়া কোকেইনের নির্যাস অন্তর্ভুক্ত ছিল। তিনি পানীয়টিকে ‘প্যাটেন্ট মেডিসিন’ এবং ‘মস্তিষ্কের টনিক ও বুদ্ধিবৃত্তিক পানীয়’ হিসেবে বর্ণনা করেছিলেন। ১৯৮৮ সালে নিউইয়র্ক টাইমসের এক নিবন্ধতেও জানানো হয়, কোকা-কোলায় প্রাথমিকভাবে কীভাবে কোকেইনকে অন্তর্ভুক্ত করা হয়েছিল, যা ১৯০০র দশকে বাদ দেওয়া হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct