মঞ্জুর মোল্লা,নদিয়া,আপনজন: তালের পাখা প্রাণের সখা গরমকালে দেয় দেখা। প্যাচপ্যাচে গরমের থেকে প্রাণ জুড়াতে বাঁশের কঞ্চ , ঘাস, কাপড়, চুলের ফিতা,সুতো, বেত, খেজুর পাতা, নারকেল পাতা, পাখির পালক, সুপারির খোলা, কলা গাছের বাকল, মোটা কাগজ পশুর চামড়া নানা উপাদান দিয়ে নির্মিত বিভিন্ন ধরনের হাতপাখার মধ্যে সবচেয়ে জনপ্রিয় তালপাতা। বর্তমান যুগে এয়ার কুলার,এয়ার কন্ডিশনার,নানা যন্ত্রের আবির্ভাবে হাতপাখা প্রায় লুপ্ত সংখ্যাতত্ত্বের বিচারে।তবে প্রতিটি গৃহস্থ পরিবারেই অন্তত একটি করে হলেও,শীতের কাঁথা বর্ষার ছাতার মতন একটা তালপাখা হাতছাড়া করতে চান না কেউই!নিয়মিত অভ্যাস জনিত কারণে বেশ কিছুদিন বাদে হলেও গ্রীষ্মের দাবদাহে ক্ষনিকের লোডশেডিংয়ে গলদঘর্ম হওয়ার চূড়ান্ত অভিজ্ঞতা থেকেই শিক্ষা নিয়েছেন তারা। এরকমই একটি দৃশ্য দেখা গেল নদিয়ার ধুবুলিয়া এলাকায়। দক্ষিণ ২৪ পরগনার বজ বজ বিড়লা পুর এলাকার হাতপাখা ব্যবসায়ী শেখ নাজিম এবং আফসার আলী মোল্লা জানান দীর্ঘদিন ধরেই তারা এব্যবসার সাথে যুক্ত। বজ বজে তাদের তালপাতার থেকে পাখা তৈরির কারখানা। মেদিনীপুর বাঁকুড়া বীরভূম, নদিয়া সহ বিভিন্ন জায়গায় এখনো যথেষ্ট পরিমাণে বিক্রি হয় তালপাতার পাখা। প্রতিদিন প্রায় ত্রিশ চল্লিশ হাজার তালপাখা নদিয়ার ধুবুলিয়ায় পৌঁছায়! সেখান থেকেই শিলিগুড়ি জলপাইগুড়ি, দুই দিনাজপুর,মালদা মুর্শিদাবাদের পৌঁছে যায় বিক্রির উদ্দেশ্যে। গরম পড়তে তাল পাতার পাখার চাহিদা বেড়েছে বিভিন্ন জেলা থেকে তালপাতার পাখা নিয়ে হাজির গ্রামে গ্রামে বাংলায় এখনো দেখা যায় তালপার পাখা সন্ধ্যা হলেই লোডশেডিং তখনই ভরসা তালপাতার পাখা। সাইকেলে করে তাল পাখা নিয়ে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বাংলাদেশ লাগোয়া হাটখোলা, ভাতগাছি, হৃদয়পুর সহ বিভিন্ন সীমান্ত লাগোয়া এলাকায় গুলি হকারি করে বিক্রি করে বেড়াচ্ছে। দ্রব্যমূল্য বৃদ্ধি জন্য গত বছরের থেকে এ বছরের তুলনায় পাখার দাম একটু বেশি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct