বাবলু প্রামাণিক,বারুইপুর,আপনজন: এখন তাঁর তিনজন দেহরক্ষী রয়েছে। দেহরক্ষী আরও বাড়ানোর জন্য বারুইপুর পুলিশ জেলার পুলিস সুপারের কাছে আবেদন করলেন বাসন্তীর বিধায়ক, প্রাপ্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী শ্যামল মন্ডল। সেই আবেদনে তিনি জানিয়েছেন, প্রাণ সংশয়ের আশঙ্কা রয়েছে তাঁর। বিষয়টি জরুরি ভিত্তিতে দেখার জন্য আবেদন জানিয়েছেন তিনি। বিধায়ক শ্যামল মণ্ডল মনে করছেন, বাসন্তী, ক্যানিং, বাসন্তী, গোসোবা সহ আশপাশের বেশ কয়েকটি বিধানসভা এলাকায় সরকারি ও সংগঠনের কাজের জন্য ঘুরে বেড়াতে হয় তাঁকে। যখনই অন্যায় দেখেছেন, তখনই সেই কাজের প্রতিবাদ করেছেন। তাতেই নানা ধরনের প্রাণনাশের হুমকি পাচ্ছেন। তিনি আরও বলেন, কিছু তোলাবাজ, মাটি মাফিয়া, দুষ্কৃতীদের বিরুদ্ধে ইতিমধ্যেই পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন। অনেক জায়গায় পুলিস ব্যবস্থা গ্রহণও করেছে। আর সেই কারণে নানা জায়গায় হুমকি, সম্মুখীন হতে হচ্ছে তাঁকে। আর এতেই নিরাপত্তার অভাব বোধ করছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct