আপনজন ডেস্ক: মুঘলসরাই রেলস্টেশনের নাম দীনদয়াল উপাধ্যায়ে রূপান্তরিত করে কেন্দ্রে বিজেপি সরকার বার্তা দিয়েছিল তারা মুসলিম নাম সম্পর্কিত রেল স্টেশন বা দেশের জায়গার নাম পরিবর্তন অব্যাহত রাখবে। ইতিমধ্যে, উত্তরপ্রদেশে ও দিল্লির বেশ কিছু স্থানের নাম পাল্টে দেওয়া হয়েছে। এলাহাবাদের নাম প্রয়াগ রাজ হয়েছে। এবার তার রেশ গিয়ে পড়েছে আর এক কংগ্রেস শাসিত রাজ্য রাজস্থানে। রাজস্থানের যোধপুর বিভাগের বারমের জেলার সামদারি তহসিলে ‘মিয়াঁ কা বারা হল্ট’ রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে মহেশ নগর হল্ট রাখা হল। রেলওয়ে স্টেশনের সদ্য রূপান্তরিত উপলক্ষে একটি জমকালো অনুষ্ঠান হয়। ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার গীতিকা পান্ডে এবং গ্রামের প্রাক্তন সরপঞ্চ হনবন্ত সিং রাঠোর ফিতা কেটে নামের ফলকটি উন্মোচন করেন। যোধপুর উত্তর পশ্চিম রেলওয়ে বিভাগের অধীনে সামদারি রেলওয়ে স্টেশনের কাছে মিয়াঁ কা বারা রেলওয়ে স্টেশনটি এখন মহেশ নগর নামে নামকরণ করা হয়েছে।
বিজেপি শাসিত স্থানীয় এক পঞ্চায়েতের কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যোধপুরের সাংসদ ও কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী কৈলাশ চৌধুরী এবং রাজ্যসভার সাংসদ রাজেন্দ্র গেহলট সকলেই মহেশ নগরে যান। সেখানে একটি বিশাল সমাবেশও অনুষ্ঠিত হয়। এর আগে, জয়পুর, কোটা ও বারান জেলা সফর শেষে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত শনিবার সকালে রেলপথে যোধপুরে পৌঁছান। মন্ত্রী শেখাওয়াত সকাল ৮ টায় যোধপুরে পৌঁছান এবং অজিত কলোনিতে তাঁর বাসভবনে জনসাধারণের সাথে দেখা করেন। এরপর তিনি বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন। তারপর তিনি বারমেরে গিয়ে মিয়াঁ কা বারা স্টেশনের নাম পাল্টে মহেশ নগর রাখার অনুষ্ঠানে যোগ দেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct