মোল্লা মুয়াজ ইসলাম,বর্ধমান,আপনজন: মার্কিন মুলুকের মালোকাই চ্যানেল জয় করে রেকর্ড গড়লেন বাংলার মেয়ে সায়নী দাস। কেবল ভারতবর্ষে নয়, এশিয়া মহাদেশের প্ৰথম মহিলা সাঁতারু হিসাবে সায়নী মালোকাই চ্যানেল জয়ের নজির সৃষ্টি করলেন। তার পরিবার সূত্রে জানা যায়, জয়ের পর সেখানেই ভারতের জাতীয় পতাকা তুলে ধরেন সায়নী। উল্লেখ্য, সায়নীর বাড়ি পূর্ব বর্ধমান জেলার কালনা শহরের বারুই পাড়ায়। ছোট থেকেই বাবা রাধেশ্যাম দাসের হাত ধরে সাঁতারে তার হাতে খড়ি। এরপর কঠিন অনুশীলনের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেন। রটনেষ্ট ও ক্যাটলিনা চ্যানেল জয়ের পর ২০১৭ সালে সায়নী ইংলিশ চ্যানেল জয়ের দৃষ্টান্ত তৈরি করেছিলেন। আর এবার সায়নী মালোকই চ্যানেল জয় করে ইতিহাস সৃষ্টি করলেন।
মেয়ের এই সাফল্যের পর সায়নীর বাবা রাধেশ্যাম দাস জানান, “মালোকাই চ্যানেল জয়ের স্বপ্ন নিয়ে সায়নী একটানা দু’বছর কঠিন অনুশীলন চালিয়ে গেছে। এরপর মেয়ে সায়নীকে নিয়ে মালোকাই চ্যানেল জয়ের লক্ষ্যে ২৯ শে মার্চ মার্কিন মুলুকে যান। এপ্রিল মাসের প্রথম দু’সপ্তাহের মধ্যে মালোকাইয়ের জলে নামার কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে সায়নী জলে নামতে পারেননি। ওই সময়ে হাওয়ার গতিবেগ প্রতি ঘন্টায় ৩৫-৪৫ কিমি থাকায় জলের ঢেউ ২ মিটারের উপরে থাকছিল।সেই কারণে মালোকাইয়ের জলে নামা ঝুঁকিপূর্ণ ছিল’। আরও জানা যায়, সায়নীর পাইলটও ভালো আবহাওয়ার জন্য একটু অপেক্ষা করার পরামর্শ দেন। সায়নী তার পাইলটের বক্তব্য মেনে নিয়ে যাত্রা সাময়িক থামিয়ে দেন। জানা যায়, ২০১৭ সালে ইংলিশ চ্যানেলে নামার আগে সায়নীকে এই ধরনের প্রতিকূল আবহাওয়া জনিত পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল। পরে অনুকূল আবহাওয়া পরিস্থিতি তৈরি হলে ২৮ এপ্রিল ভারতীয় সময় সকাল ১০ টা নগাদ সায়নী মালোকইয়ের জলে নামেন। তার পর থেকে টানা ১৯ ঘন্টার বেশী সময় সাঁতার কেটে সায়নী মালোকাই চ্যানেল জয়ের লক্ষে পৌঁছান। এশিয়া মহাদেশের মধ্যে প্রথম মহিলা হিসাবে আমেরিকার মালোকাই চ্যানেল জয় করে ইতিহাস তৈরি করল পূর্ব বর্ধমান জেলার কালনার মেয়ে সায়নী। তাঁর এই কঠিন লড়াইকে কুর্নিশ জানিয়েছেন জেলার ক্রীড়াপ্রেমী মানুষেরা।সায়নীর পরিবার সূত্রে জানা যায়, প্রথম থেকেই তার মালোকাই চ্যানেল জয় করার লক্ষ্য ছিল। অবশেষে সেই কৃতিত্ব তিনি অর্জন করেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct