আপনজন ডেস্ক: অসম, মেঘালয়ের পর শুক্রবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি শাসিত ত্রিপুরায় ১৩২ সদস্যের পূর্ণাঙ্গ রাজ্য কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। এদের মধ্যে ১৪জন সংখ্যালগু সম্প্রদাযের। পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, যিনি তৃণমূল কংগ্রেসের ত্রিপুরা রাজ্যের দায়িত্বপ্রাপ্ত, তিনি বলেন, সুবল ভৌমিককে ত্রিপুরা রাজ্য সভাপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে। রাজ্যে দলকে নেতৃত্ব দিতে ছয় সদস্যের একটি কোর কমিটি গঠন করা হয়েছে। তারা হলেন সুস্মিতা দেব, আশিস দাস, ভৃগুরাম রিয়াং, আশিস লাল সিং, মামন খান এবং সুবল ভৌমিক।
রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ই ত্রিপুরা ইউনিটের নেতৃত্ব দেবেন। ত্রিপুরার মানুষকে বিজেপি ও তাদের গুন্ডাদের অত্যাচার থেকে রক্ষা করবেন। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, ‘ত্রিপুরার মহিলা কেন্দ্রিক বিষয়গুলো সমাধানের জন্য এই কমিটিতে ২৭ জন নারী সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। রাজ্য কমিটিতে ১৬ জন তপশিলি জাতি সদস্য, ১৮ জন তফশিলি উপজাতি ও ৩২ জন ওবিসি গোষ্ঠীর প্রতিনিধি রাখা হয়েছে। ত্রিপুরার জন্য নবগঠিত কমিটিতেও মুসলিম সম্প্রদায়ের ১৪ জন প্রতিনিধি রয়েছেন। ১৩২ সদস্যের রাজ্য কমিটিতে ৮ জন সহ-সভাপতি, ৫ জন সাধারণ সম্পাদক, ১৪ জন সচিব, ৭ জন যুগ্ম সচিব এবং ৭২ জন কার্যনির্বাহী সদস্য রয়েছেন। ত্রিপুরার তৃণমূল যুব কংগ্রেসও গঠন করা হয়েছে যার নেতৃত্বে রয়েছেন রাজ্য যুব তৃণমূল সভাপতি শান্তনু সাহা। মহিলা সংগঠনের নেতৃত্বে রয়েছেন রাজ্য মহিলা শাখার সভানেত্রী পান্না দেব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct