আপনজন ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেট্রোল–ডিজেলের উপর রাজ্যের কর কমানোর নিদান দিয়েছিলেন। তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্র একতরফা ভাবে রাজ্যের উপর দায় চাপাচ্ছে। অবিলম্বে রান্নার গ্যাসের দাম ৩০০ টাকা কমানো উচিত। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলেন, ব্যাপক হারে তেল এবং গ্যাসের দাম বাড়ায় সাধারণ মানুষের উপর চাপ তৈরি হচ্ছে। অন্যদিকে, বিচারপতিদের সম্মেলনে নয়াদিল্লি গেলেও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন না বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct