মোল্লা মুয়াজ ইসলাম,বর্ধমান,আপনজন: বর্ধমান জেলার গোতান গ্রামে ভাষাচার্য সুকুমার সেনের পৈত্রিক নিবাস। এখান থেকেই তাঁর পড়াশুনো শুরু হয়। বাংলা বিদ্যাচর্চার জগতে ভাষাতত্ত্ব ও সাহিত্য বিশারদ মানুষটির স্মৃতিতে কয়েক বছর আগে তৈরি হয়েছে গোতান আচার্য সুকুমার সেন মহাবিদ্যালয়। এই বছর ওই কলেজ দশম বর্ষে পদার্পণ করল। দশম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে কলেজের নিজস্ব প্রতীক সম্বলিত পতাকার শুভ উদ্বোধন করা হয়। অন্যদিকে এই দিন কলেজের ‘অঙ্কুর’ নামে পত্রিকা প্রকাশিত হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের পরিচালন সমিতির সভাপতি তথা রাজ্যের প্রধান কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ ও উদ্যানপালন উপদেষ্টা প্রদীপ মজুমদার, কলেজের অধ্যক্ষ ডঃ জয়ন্ত কুমার মুখার্জী, ডঃ পরেশ চন্দ্র দাস, সুনীল হাজরা, ডঃ সুকান্ত সেন, ডঃ ঝর্ণা বর্মন, ডঃ গোপাল চন্দ্র সিনহা, বিশিষ্ট সমাজসেবী স্বদেশ রায়, গফুর আলী খান,অসিম পাল সহ অন্যান্যরা। আচার্য সুকুমার সেনের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় এর সঙ্গে সংবর্ধনা ও সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct