আপনজন ডেস্ক: জলবায়ুর পরিবর্তনের কারণে ক্ষুদ্রাকৃতির মৌমাছির জন্ম হতে পারে। গবেষকেরা মনে করছেন, মৌমাছিগুলো বামব্লিবিস প্রজাতির মৌমাছির চেয়েও ছোট হবে। প্রসিডিংস অব দ্য রয়্যাল সোসাইটি বি জার্নালে প্রকাশিত এক গবেষণায় এই পূর্বাভাস দেওয়া হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাওয়ায় পৃথিবীর বাস্তুতন্ত্রে ক্যাসকাডিং প্রভাব দেখা যাচ্ছে বলে ওই গবেষণা প্রবন্ধে বলা হয়েছে। আর এর প্রভাবের ফলেই ছোট ছোট মৌমাছির জন্ম হবে। যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা রকি পর্বতমালার একটি এলাকায় আট বছর ধরে ২০ হাজারেরও বেশি মৌমাছির ওপর গবেষণা চালিয়েছেন। তাঁরা মৌমাছিদের ওপর জলবায়ু পরিবর্তনের নানা ধরনের প্রভাব লক্ষ করেছেন। গবেষণা প্রবন্ধের লেখকেরা জানিয়েছেন, গবেষণার প্রয়োজনে তাঁরা সাব আপ্লাইন এলাকা থেকে নমুনা (মৌমাছি) সংগ্রহ করেছিলেন। কারণ এলাকাটি জলবায়ু পরিবর্তনের কারণে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। বৈশ্বিক উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে এই এলাকার তুষার গলে যাচ্ছে। গবেষকেরা দেখেছেন, তাপমাত্রা বাড়ার কারণে এই এলাকায় বড় আকৃতির মৌমাছিগুলোর শারীরিক আকৃতি ক্রমশ খর্ব হয়ে যাচ্ছে। একই সঙ্গে মাটিতে বাসা বাঁধে এমন ক্ষুদ্র ক্ষুদ্র মৌমাছির জন্ম বেড়ে গেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct