আপনজন ডেস্ক: অবশেষে আকারে ইঙ্গিতে পারমাণবিক যুদ্ধের হুমকি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পশ্চিমাদের উদ্দেশ্য করে তিনি বলেছেন, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে যেকোনো দেশ যদি হস্তক্ষেপের সাহস দেখাতে আসে, তাহলে তিনি পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন। বুধবার সেইন্ট পিটার্সবুর্গে লেজিসলেটরদের উদ্দেশে দেয়া বক্তব্যে পুতিন এসব কথা বলেন। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল। পুতিন বলেন, কেউ যদি রাশিয়াকে হুমকি দেয় তাহলে রাশিয়ার প্রতিক্রিয়া হবে বিদ্যুৎ ঝলকের মতো দ্রুত এবং ভয়াবহ। তিনি বলেন, যা ঘটছে তাতে বাইরে থেকে যদি কেউ হস্তক্ষেপ করতে চায় তাহলে তাদের এটা জানা আবশ্যক যে, তা রাশিয়ার জন্য অগ্রহণযোগ্য একটি কৌশলগত হুমকি। এক্ষেত্রে তাদের আরও জানা উচিত, আমাদের পাল্টা জবাব হবে বিদ্যুৎ ঝলকের মতো দ্রুততর। তিনি আরও বলেন, এ জন্য আমাদের প্রয়োজনীয় সব অস্ত্র আছে হাতে। এসব অস্ত্র নিয়ে কারো বড়াই করা উচিত নয়। আমরাও এ নিয়ে বড়াই করি না।তবে আমরা এসব অস্ত্র ব্যবহার করবো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct