নিজস্ব প্রতিবেদক,বারাসত,আপনজন: বুধবার উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের উদ্যোগে বারাসতের তিতুমীর সভাকক্ষে এক অনাড়ম্বর ইফতার মাহফিলে নানা ভাষা, ধর্মীয় লোকের মেলবন্ধনের মধ্যে দিয়ে বিশ্ব শান্তি কামনায় দোয়া করা হয়। সকলের বক্তব্যে শান্তি সম্প্রীতি উন্নয়নের লক্ষ্যে রাজ্য এগিয়ে চলায় প্রশংসা করা হয়। মুসলমানদের কঠোর সংযম থেকে অনেক শিক্ষা অর্জিত হয়, জেলা পরিষদের সভাধিপতি বীণা মন্ডল এই উপলব্ধি ব্যক্ত করে বলেন, এই বাংলা সকলের তাই সকলের বন্ধনে আরো দৃঢ় হয়ে উঠুক সম্প্রীতি। জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ বলেন, বাংলার মাটি,সম্প্রীতির ঘাঁটি, সেই সম্প্রীতিকে কোন বিভাজিত শক্তি ভাঙতে পারবে না। তাই সকল ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় ইফতার মাহফিল শান্তির বার্তা বহন করে। তিনি বলেন, রবীন্দ্র-নজরুল-বিবেকানন্দদের মতো মহাপুরুষদের বাংলায় জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ যে স্বাধীনতা ভোগ করে তা অন্যত্র দেখতে পাওয়া বিরল। সেই জন্য আগামী দিনগুলিতে শান্তিপূর্ণ পরিবেশ,সুরক্ষা,ও উন্নততর সমাজ গড়তে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টাকে পাথর এগিয়ে চলা দরকার বলে দোয়ার মাহফিল থেকে তিন আহ্বান করেন। উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি কৃষ্ণ গোপাল ব্যানার্জি, পূর্তের কর্মাধ্যক্ষ নারায়ন গোস্বামী,মহারাজ সত্যরূপানন্দ, ডঃ বিশপ পিটার অলোক মুখার্জি, কর্মাধ্যক্ষ প্রবীর ঘোষ, জাহানারা বিবি, হাসানুজ্জামান সহ অন্যান্য কর্মাধ্যক্ষ, সদস্য-সদস্যা ও জেলা পরিষদের স্টাফরা। ফলে, ইফতার মজলিম হয়ে ওঠে সম্প্রীতি সমাবেশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct